Home » রুদ্র – দ্যা রে অফ হোপ সামাজিক ও মানবিক সংঘঠনের উদ্যোগে গাছের চারা রুপন

রুদ্র – দ্যা রে অফ হোপ সামাজিক ও মানবিক সংঘঠনের উদ্যোগে গাছের চারা রুপন

by admin

রুদ্র – দ্যা রে অফ হোপ সামাজিক ও মানবিক সংঘঠনের উদ্যোগে ৫ ই জুন বিশ্বপরিবেশ দিবস এর কর্মসূচি এর অঙ্গ হিসেবে কাঁকড়াবন ব্লকের অন্তর্গত নিতাই বাবা সেবা আশ্রমে বিভিন্ন ফুল ফল নিম গাছের চারা রুপন করা হয়। সংঘঠনের কর্ণাধার রাজীব কুমার সাহা জানান।সংঘঠনের বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করার কর্মসূচি জারি রয়েছে, আজ ও উদয়পুর শহরের পথ চলতি মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফুল ফল, নিম, Arjuna গাছের চারা বিতরণ করা হয়।
আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, কাউন্সেলির রঞ্জিত দাস, রুদ্র সামাজিক সংঘঠনের কর্ণাধার রাজীব কুমার সাহা, সংঘঠনের সদস্য মানিক দাস, পার্থ দেবনাথ,বিশ্বজিৎ শুক্ল দাস, নবারুণ পাল, সৌমেন দেবনাথ, বিকাশ দাস, এষা প্যাথেলিজির মালিক।
কর্ণাধার বলেন আগামী দিনেও এই রকম বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরনের অনষ্ঠান জারি থাকবে, পৌরপিতা শীতল চন্দ্র মজুদার রুদ্র সামাজিক সংঘটন ও কর্ণাধার রাজীব কুমার সাহা কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন ও ভুয়শী প্রসংঘসা করেন।

You may also like

Leave a Comment