Home » ধর্মনগরে এক জোটে নাট্য চর্চার উদ্বোধন হলো ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে।

ধর্মনগরে এক জোটে নাট্য চর্চার উদ্বোধন হলো ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে।

by admin

ধর্মনগর প্রতিনিধি। ধর্মনগরে শনিবার সন্ধ্যায় অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে উদ্বোধন হলো এক জোটে নাট্য চর্চার প্রথম নাটক। উদ্বোধন করেন বিশেষ নাটক ব্যক্তিত্ব তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক সময় চক্রবর্তী , আব্বায়ক সুমিত নাথ চৌধুরী, নাট্য ব্যক্তিত্ব অভিজিৎ চক্রবর্তী তাছাড়া ও বিভিন্ন নাট্য সংস্থার পক্ষ থেকে শিল্পীরা। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় শনিবার এই নাটক পরিবেশন করা হবে। অতিথি হিসেবে বিধায়ক বিশ্ববন্ধু সেনকে বরণ করে নেওয়া হয় এক জোটে নাট্য চর্চার সংস্থার পক্ষ থেকে। উদ্বোধন করে বিধায়ক বলেন ধর্মনগর নাটক এবং যাত্রার শিল্পীদের একটি সম্পূরক স্থান। আগেকার দিনে যখন প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বের করে নাটকে প্রতিস্থাপন করা হতো এখন এই প্রতিভাকে জাগিয়ে তুলতে মানুষের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তার পরিস্ফোরণ ঘটানো সম্ভব এই নাটক এবং যাত্রা প্রতিযোগিতায়। তার জন্য প্রচুর রিহার্সেল দরকার। অর্থাৎ অভ্যাসের মাধ্যমে পরিপূর্ণতা আসে। তাই শিল্পী কে ছোট করে না দেখে তাকে মহান শৈল্পিক মর্যাদা দেওয়া দরকার। প্রায় বছরখানে ধরে চলবে এই নাটক প্রতিযোগিতা তার জন্য 15 থেকে 16 টি দল ইতিমধ্যে তাদের নাম নথিভুক্ত করে নিয়েছে। তিনি সাধুবাদ জানান ধর্মনগরের মানুষকে এবং তাদের শৈল্পিক নিদর্শন প্রতিষ্ঠা করার জন্য।

You may also like

Leave a Comment