প্রতিনিধি, উদয়পুর :- শনিবার রাত দুইটা নাগাদ রহস্যজনক আগুনে পুড়ে ছাই দুটি দোকান ঘর । ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিত্রা বাজারে । ঘটনার সূত্রে জানা গিয়েছে , গভীর রাতে জেলেরা মাছ ধরার জন্য যখন বাজারের রাস্তা ধরে যাচ্ছিল তখন হঠাৎ করে আলোর রশ্নি দেখতে পায়। তখন জেলেরা দেখে একটি টেইলার দোকান ও একটি কসমেটিকের দোকান সম্পূর্ণভাবে পড়ে যাচ্ছে। এই ঘটনা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে জেলেরা। পরে আশ পাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে দমকল বাহিনীকে খবর দেয়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে । দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষাধিক টাকা ছাড়িয়ে । কিভাবে আগুন ধরে যায় দুটি দোকানের মধ্যে তা বুঝে উঠতে পারছে না দোকান মালিক থেকে শুরু করে বাজার এলাকার সাধারণ মানুষ। জানা গিয়েছে বর্তমানে গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ।
120
previous post