প্রতিনিধি, বিশালগড় , ১০ জুন।। বেসরকারি ছাত্রাবাসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে চতুর্থ শ্রেণির ছাত্র। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে সোমবার দুপুরে জম্পুইজলা স্থিত রুংনক বেসরকারি ছাত্রাবাসে। ছাত্রের আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জম্পুইজলা থানার পুলিশ। মরদেহ উদ্ধার করে জম্পুইজলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তের পর নিথর দেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়। জানা যায়, গ্রীষ্মকালীন ছুটি শেষে জম্পুইজলা সুধন্য দেববর্মা মেমোরিয়াল এইচ এস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র জন দেববর্মাকে তার পরিবারের সদস্যরা সোমবার সকালে রুংনক প্রাইভেট হোস্টেলে দিয়ে যান। এর কিছুক্ষণ পরেই হোস্টেলের একটি কক্ষে ফাঁসিতে ঝুলে পড়ে সে। খবর পেয়ে দ্রুত ছুটে যান পুলিশ। ঘটনার খবর পেয়ে দ্রুত হোস্টেলে ছুটে যান ছাত্রের পরিবারের সদস্যরা। হোস্টেলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জন দেববর্মার মা সহ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশীরা। মৃত ছাত্রের বাড়ি কিল্লা এলাকায়। সে বেসরকারি ছাত্রাবাসে থেকে সুধন্ব দেববর্মা স্মৃতি বিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু দশ বছর বয়সী এই ছাত্র হোস্টেলে থাকতে চায়নি। গ্রীষ্মের ছুটির পর একপ্রকার জোর করে হোটেলে দিয়ে যায় অভিভাবকরা। হোস্টেলে আরও ছাত্র রয়েছে। দিনদুপুরে হোস্টেল কর্মকর্তারা কোথায় ছিলেন ? উঠছে প্রশ্ন । বর্তমানে অভিভাবকেরা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় অবুঝ শিশুদের ওপর। ছাত্রের অনিচ্ছা সত্ত্বেও একপ্রকার জোর করে হোটেলে দিয়ে যায় অভিভাবকরা। এতেই অভিমান করে আত্মহত্যা করেন এই ছাত্র।
166