Home » উদয়পুরে বিজয় মিছিল বিজেপির

উদয়পুরে বিজয় মিছিল বিজেপির

by admin

প্রতিনিধি, উদয়পুর :- ভারতীয় জনতা পার্টি ৩১ আরকেপুর মন্ডলের ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি – এনডিআই জোটের বিপুল জয়কে কেন্দ্র করে বিজয় মিছিল অনুষ্ঠিত হয় রবিবার দুপুর সাড়ে বারোটায় উদয়পুর শহরে। এদিন প্রথমে বিজেপি কর্মীরা জমায়েত হয় জামতলা টাউন হলের সামনে । পরে মোদি প্লে কার্ড সামনে নিয়ে মহিলা শক্তিকে এগিয়ে দিয়ে বিজয় মিছিলে মেতে ওঠে । বিজয় মিছিলে দলীয় গান বাজিয়ে কর্মীরা গোটা রাস্তা ধরে উল্লাসে মেতে ওঠে । তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি । এই জয়ের আনন্দে নিজেদেরকে সামিল করার জন্য ৩১ রাধাকিশোরপুর মন্ডলের বিজেপি কর্মীরা ঢাকঢোল নিয়ে বিজয় মিছিলে সারা জাগিয়ে উদয়পুর শহর কাঁপিয়ে তোলে । বিজয় মিছিলে ‌অংশ নেন ৩১ রাধা কিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস, পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য সমীর চক্রবর্তী সহ প্রমূখ । এদিনের মিছিলে পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো ।

You may also like

Leave a Comment