Home » ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন

ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ৯ মে:- ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও’র নিকট পাঁচ দফা দাবি সনদ বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কর্মীরা ডেপুটেশন প্রদান করেন। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল- প্রতি মাসে মাসে ফিটিং বিল প্রদান করতে হবে, গত পাঁচ মাসের বকেয়া ফিটিং বিলের টাকা প্রদানের জন্য নির্ধারিত তারিখ দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা’দের ড্রেসের পরিবর্তে টাকা প্রদান করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কোনো কারণে অসুস্থ বা মৃত্যু হলে তাদের পরিবারের যেকোনো একজনকে সুযোগ-সুবিধা দিতে হবে। অঙ্গনওয়াড়ি সেন্টারে গত তিন মাস যাবত গ্যাস সরবরাহ বন্ধ হয়ে আছে, এমতাবস্থায় বাধ্য হয়ে দিদিমনিদের খোলা বাজার থেকে দেড় হাজার টাকা করে গ্যাস ক্রয় করতে হয়, তাই অতি দ্রুত তিন মাসের গ্যাসের টাকা বিলের মাধ্যমে প্রদান করতে হবে। সিডিপিও সাহেব তাদের দাবিগুলির যুক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রতিনিধি দলের সদস্যদের আশ্বাস দেন। এদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান তাদের দাবিগুলো পূরণ করা না হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে।

You may also like

Leave a Comment