Home » স্বামী ও স্ত্রীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার এক যুবক

স্বামী ও স্ত্রীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার এক যুবক

by admin

প্রতিনিধি, উদয়পুর :-গত সোমবার রাতে বিলোনিয়া থানাধীন মনুরমুখ জয়নগর এলাকায় স্বামী ও স্ত্রী নির্যাতনের কান্ডে অভিযুক্ত কিষান বনিক নামে এক যুবককে আদালতে সোপর্দ করে বিলোনিয়া মহিলা থানার পুলিশ । বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত যুবককে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্ত কিষান বনিককে পনের দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন । জানা যায় , মনুরমুখ জয়নগর এলাকার নিজ বাড়ি থেকে স্বামী ও স্ত্রী নির্যাতন কান্ডের ঘটনার সাথে জড়িত কিশান কে গ্ৰেপ্তার করে পুলিশ । উল্লেখ্য নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পথে সমাজ সচেতনকারী নাম ধারীদের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার স্বামী ও স্ত্রী। মামলা হলেও হেলদোল ছিল না বিলোনিয়া মহিলা থানার পুলিশের । এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বিলোনিয়া মহিলা থানা । অবশেষে স্বামী স্ত্রী নির্যাতনের ঘটনার প্রায় ৫৪ ঘন্টা পর বুধবার বিলোনীয়া মহিলা থানা ১২/২৪ নাম্বারে মামলা লিপিবদ্ধ করে এবং ভারতীয় দন্ডবিধির৩২৫/৩৮৪/৫০৬/৩৫৪/৩৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে কিষান বনিককে আটক করে থানায় নিয়ে আসে। বাকি অভিযুক্ত সমাজ সচেতনকারী নাম ধারীদের পুলিশ জালে তুলতে পারছে না। কিষান বনিককে আটক করতে পারলেও পুলিশ বাকিদেরকে কেন জালে তুলতে পারছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।

You may also like

Leave a Comment