Home » ধনপুরে হেমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে হবে ডায়েট কলেজের উদ্বোধন

ধনপুরে হেমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে হবে ডায়েট কলেজের উদ্বোধন

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৮ নভেম্বর।। ২০১৭ সালে নির্বাচনী সমাবেশে গিয়ে ধনপুরে কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন আসামের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্বাস শর্মা। তখন সিপিএম দলের তরফ থেকে এর সমালোচনা করা হয়। এরপর ২০১৮ সালে রাজ্যের ক্ষমতার পালাবদল ঘটে। কিন্তু ধনপুরের মানুষ বিরোধীদল সিপিএমকে ভোট দেয়। তারপরেও সেই প্রতিশ্রুতির কথা ভুলে যায়নি বিজেপি। ধনপুরের কাঠালিয়াতে স্থাপন হতে যাচ্ছে ডায়েট কলেজ। আগামী মাসেই কাঠালিয়ার বনকুমারিতে ডায়েট কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী ডঃ হেমন্ত বিশ্বাস শর্মা উপস্থিত থাকবেন। মঙ্গলবার ওয়ান নাইট ওয়ান মন্ডল কার্যক্রম উপলক্ষে ধনপুরের কাঠালিয়া বাজারে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে এ কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন আমরা একটি কলেজের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাজটা আরও আগেই হয়ে যেতো। কিন্তু করোনার কারণে দুই বছর আমরা কোন কাজ করতে পারিনি। আগামী মাসেই হবে ডায়েট কলেজের উদ্বোধন। নির্বাচনের আগে ডঃ হেমন্ত বিশ্বাস শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার ডঃ হেমন্ত বিশ্বাস শর্মার উপস্থিতিতেই হবে কলেজের উদ্বোধন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আরো বলেন শুধু ডায়েট কলেজ নয় ধনপুরে আইটিআই কলেজ স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে। তিনি বলেন বিজেপি প্রতিশ্রুতি যা দেয় তা পূরণ করে। প্রতিশ্রুতির বাইরে গিয়েও আরো বেশি কাজ করে। ধনপুরে অলিতে গলিতে স্ট্রীট লাইট বসেছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাচ্ছে। দশমী ঘাঁট নির্মাণ হয়েছে। গত বিধানসভা নির্বাচনে ধনপুরের সংখ্যালঘু ভোটারদের বিভ্রান্ত করেছিল সিপিএম। তিনি উপস্থিত সংখ্যালঘু নাগরিকদের উদ্দেশ্যে বলেন আপনারাই বলুন সরকার পরিবর্তনের পর আপনাদের কোন অসুবিধা হয়েছে কি-না ? আপনাদের ধর্মীয় আচার-আচরণে কোন বাধা সৃষ্টি হয়েছে কিনা.? সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক ভাতা বৃদ্ধি করেছে। আজ কাঠালিয়ার কাঁঠাল বিক্রি হচ্ছে ইংল্যান্ডে। ধনপুরের মাইক্রোসাপাড়া সহ মেলাঘর এলাকার আনারস বিক্রি হচ্ছে দুবাইয়ে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন শুধুমাত্র কাঠালিয়া ব্লকেই আট হাজার পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেয়া হয়েছে। ঘর দেওয়ার ক্ষেত্রে হিন্দু মুসলমান জাতি জনজাতি রাজনীতির রং দেখা হয়নি। কাজেই আগামী নির্বাচনে রাজ্য এবং ধনপুরের উন্নয়নের স্বার্থে বিজেপিকে আরো বেশি শক্তিশালী করার আহ্বান রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি এদিন রাতে এবং আগামী বুধবার আরো বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। প্রবাস কার্যক্রম উপলক্ষে এক সুবিশাল বাইক মিছিল সংগঠিত হয় ধনপুরে। কার্যকর্তাদের উচ্ছ্বাস ছিল লক্ষনীয়।

You may also like

Leave a Comment