37 পরিবারের 187 জন ভোটার পদ্ম বনে শামিল। নিজস্ব প্রতিনিধি খোয়াই: খোয়াই মন্ডলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্সের সামনে এক বাজার সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজার সভায় ৩৭ পরিবারের 187 জন ভোটার সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে শামিল হন। দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার এবং বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর কুমার দাস। এ দিনের বাজার সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস প্রমূখ। এই দিনের বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির স্থানীয় নেতৃবৃন্দরা সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প এবং উন্নয়ন কর্মযজ্ঞের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি রাজ্যের বিরোধী দলগুলি বিশেষ করে সিপিএম দলের প্রতি নিজেদের তীব্র ক্ষোভ উগড়ে দেন। বক্তারা বলেন প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শতে শতে মানুষ মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ত্রিপুরা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচি ও উন্নয়ন কর্মযজ্ঞে উদ্বুদ্ধ হয়ে বিজেপি দলের পতাকা তলে সামিল হচ্ছেন। সিপিএম দল থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে রাজ্যের সাধারণ মানুষ। সেটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে রাজ্যের সিপিএম নেতৃবৃন্দরা। তাই শাসক দল বিজেপি ও তার সরকারের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে সিপিএম। রাজ্যের পাশাপাশি খোয়াই এর শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে সিপিএম। এই রাজ্যে তাদের কোন প্রকার চক্রান্ত, ষড়যন্ত্র সফল হবে না। কারণ রাজ্যবাসী দল ও সরকারের পাশে রয়েছে। সিপিএম যতই চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন রাজ্যের সাধারণ মানুষ তাদের চক্রান্ত ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে এবং ২০২৩ সালে রাজ্যে বিজেপি সরকার পুনঃ প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দরা
125