Home » টিংকু রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেনতিনজন কট্টর বাম সমর্থক

টিংকু রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন
তিনজন কট্টর বাম সমর্থক

by admin

প্রতিনিধি কৈলাসহর:-বিজেপি দলের উন্নয়নমূলক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে আজীবনের বামপন্থী ঘরানার সমর্থকরা আজ বেড়িয়ে আসছেন ঘর থেকে।পদ্মপতাকা হাতে নিয়ে আগামী দিনে বিজেপির হয়ে কাজ করার দৃপ্ত শপথ নিচ্ছেন।চন্ডীপুর অঞ্চল কমিটির দীর্ঘদিনের অঞ্চল সম্পাদক সলিল ধরের ছোটভাই রেশন ডিলার সমীর ধরের দুই কন্যা বৃষ্টি ধর এবং সৃষ্টি ধর বিজেপি দলে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়। যে পরিবার প্রায় ৪০ বছর যাবৎ বাম রাজনীতিতে যুক্ত সেই পরিবারের মেয়েদের মানসিকতার পরিবর্তন অনেকটাই তাৎপর্যপূর্ণ। যোগদান পর্ব শেষে টিংকু রায় জানান,বিচক্ষণ নাগরিকরা আজ বিজেপি দলের সাথে হাতে হাত মিলিয়ে লড়তে মনস্থ হয়েছেন।এখানে উল্লেখ্য,বৃষ্টি ও সৃষ্টি ধর সিপিএম অঞ্চল কমিটির সম্পাদকের পরিবারের হওয়া সত্ত্বেও বিজেপির উন্নয়ন যজ্ঞে সম্মিলিত হওয়ার মতো গৌরবময় সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরার আপামর জনগনের প্রতি তিনি আহ্বান রাখেন,এই তিন দূরদর্শী বন্ধুদের মতো সকলেই বিজেপির বিজয় যজ্ঞে আমাদের সাথে সম্মিলিত হয়ে উঠুন।বিজেপি সবার কল্যানার্থে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও শুধুমাত্র জনকল্যাণই বিজেপির একমাত্র লক্ষ্য।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপি চন্ডীপুর মন্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা,সহ-সভাপতি হিমাংশু দাস ও যুবমোরচা চন্ডীপুর মন্ডল সভাপতি অমিয় দাস

You may also like

Leave a Comment