প্রতিনিধি, বিশালগড়।। গত তিনদিন ধরে অভিনব ভাবনার প্রতিফলন সরূপ শক্তিকেন্দ্র ভিত্তিক কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আশীর্বাদ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিশালগড়ে। মঙ্গলবার সন্ধ্যা রাতে পূর্ব লক্ষীবিল এবং রাউৎখলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে। উলুধ্বনি শঙ্খধ্বনিতে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। পুষ্পবৃষ্টিতে কার্যকর্তাদের সংবর্ধনা জানান নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। ভাষণে বিধায়ক সুশান্ত দেব বলেন এই লড়াই ছিল কঠিন। কিন্তু কঠিন লড়াই করে অসম্ভবকে সম্ভব করেছে দেবতুল্য কার্যকর্তারা। আপনাদের আশীর্বাদ কঠোর পরিশ্রমে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি। আমি বিধায়ক আবাসে থাকবো না। আপনাদের সেবা করার জন্য নিজ বাড়িতে থাকবো। আমার বাড়িতে আসতে কারোর অসুবিধা হলে আমাকে টেলিফোন করবেন। আমি আপনার বাড়িতে ছুটে আসবো। আপনাদের সুপরামর্শ নিয়ে শ্রেষ্ঠ বিশালগড় তৈরি করবো। তিনি আরও বলেন বাম কংগ্রেসের জামানায় বিশালগড়ে রাজনৈতিক অশান্তি ছিল। আজ বিশালগড়ে শান্তি প্রতিষ্ঠা করেছে বিজেপি। বিজেপি সন্ত্রাসে বিশ্বাসী নয়। আমরা ভালোভাষা দিয়ে মানুষের সেবা করার মাধ্যমে মানুষের মন জয় করবো। এবারের জয় হয়েছে ১৩ শো ভোটে। আমরা মানুষের পাশে থেকে কাজ করলে আগামী নির্বাচনে জয়ের ব্যবধান হবে ১৩ হাজার। এদিন বিশালগড়ের হাসানহোসেন পাড়ায় সিপিএম কংগ্রেসের হামলায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতির বাড়িতে গিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন কোন অন্যায় বরদাস্ত করা হবে না। শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা হলে শক্তহাতে মোকাবিলা হবে। এদিন বিশালগড় ফুটবল এসোসিয়েশন এবং বিশালগড় সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রাতে বিশালগড় আনন্দ মার্গ স্কুল আয়োজিত দোল উৎসবে অংশ নেন বিধায়ক সুশান্ত দেব। দীর্ঘ পনের বছর পর বামদুর্গ পতন এবং প্রথমবার বিজেপির বিধায়ক নির্বাচিত হওয়ায় বিশালগড়ে অনাবিল আনন্দে মেতেছে কার্যকর্তা থেকে সাধারণ মানুষ। বিভিন্ন সংস্থা ব্যাক্তির সংবর্ধনার জোয়ারে ভাসছে নবনির্বাচিত বিধায়ক।
78
next post