প্রতিনিধি, বিশালগড়, ।। বিজেপির চড়িলাম মন্ডল সহ-সভাপতি রঞ্জিত রায় পরলোক গমন করেছেন। সোমবার বিশ্রামগঞ্জ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকমাস ধরে হৃদরোগে ভোগছিলেন তিনি। সোমবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রঞ্জিত রায় কে আগরতলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা।কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে চড়িলাম মন্ডলের সকল কার্যকর্তারা হাজির হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। মরদেহ বিজেপি কার্যালয়ে নিয়ে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন কার্যকর্তারা। বিশ্রামগঞ্জের ইটভাটা এলাকায় নিজ বাসভবনে তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী এবং এক পুত্র রেখে গিয়েছেন তিনি। জানা গিয়েছে নির্বাচনে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের পরাজয়ের পর তাঁর শারীরিক অসুস্থ বৃদ্ধি পায়। মানসিক অশান্তিতে ভোগছিলেন। শেষ পর্যন্ত সোমবার পরলোকে পারি দিলেন সক্রিয় কার্যকর্তা রঞ্জিত রায়। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। তিনি শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রয়াত রঞ্জিত রায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
99