32
- শুক্রবার চুরের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। আটক করা হলো চারটি মারুতি গাড়ি সহ চার চুরকে। খোয়াই থানা সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে জাম্বুরা এলাকায় একটি খুলা মাঠ থেকে এক ভদ্রমহিলার একটি ছাগল চুরি করে সাদা রংয়ের একটি মারুতি গাড়িতে করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা | সন্ধ্যার পরে ভদ্রমহিলা গাড়িটির নাম্বার সহ থানায় অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ | তদন্তে নেমে পুলিশ খোয়াই শহরের মাস্টারপাড়া এলাকা থেকে দেবা নামে এক যুবককে আটক করে। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের একটি বড়সড়ো গ্রুপ রয়েছে। তারপর ওসি সুবীর মালাকারের নেতৃত্বে চারটি গ্রুপে শহর জুড়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ| গতকাল গভীর রাতে সাফল্য পায় পুলিশ। চারটি গাড়িসহ চারজন চুরকে পাকড়াও করে থানায় আনে পুলিশ | চারজন চোরের মধ্যে তিনজনের বাড়ি চাম্পা হাওর এলাকায় এবং একজনের বাড়ি খোয়াই | চুরেদের কাছ থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য সাম্প্রতিককালে খোয়াই শহর ও তার আশপাশ এলাকাগুলোতে এ ধরনের চুরির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। তাঁদের উপদ্রবে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ গরিব অংশের মানুষ। চোরেদের এই দলটি খোলা মাঠে চড়ানো গরিব মানুষদের গৃহপালিত পশু গরু-ছাগল, পাঠা এবং মোরগ তুলে নিয়ে যাচ্ছে। গতকাল রাতে পুলিশের এই সাফল্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছে খোয়াইয়ের মানুষ।