
প্রতিনিধি, বিশালগড়, ৭ ডিসেম্বর।। স্বাস্থ্য পরিষেবা নাগরিকদের হাতের কাছে পৌঁছে দিয়েছে সরকার। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা এবং রোগ নির্নয়ের জন্য স্বাস্থ্য কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে। রাজ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুরুতে ক্যান্সার সনাক্তকরণ সম্ভব হলে চিকিৎসা পরিষেবা নিয়ে নিরাময় সম্ভব। কিন্তু গ্রামীণ এলাকায় নাগরিকরা বিভিন্ন শারীরিক অসুস্থতা সত্ত্বেও সহজে হাসপাতালে যায়না। এরফলে শরীরে ক্যান্সার বাসা বাঁধলেও সঠিক সময়ে চিকিৎসা হয়না। তাই এবার রাজ্য সরকার ক্যান্সার সনাক্তকরণে অভিযান শুরু করেছে। এরজন্য প্রকল্প ঘোষণা হয়েছে। প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী ক্যান্সার ও সংক্রমণ ব্যাধি সনাক্তকরণ ও সচেতনতা অভিযান। এই প্রকল্পে গ্রামে গ্রামে ক্যান্সার সনাক্তকরণ অভিযান শুরু হয়েছে। বুধবার গোলাঘাটি বাজারে শিবির অনুষ্ঠিত হয়। দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা এই শিবির পরিচালনা করেন। গ্রামের মানুষ শিবিরে অংশ নিয়ে চিকিৎসা পরিষেবা গ্রহনের পাশাপাশি ক্যান্সার ও সংক্রমণ ব্যাধি শরীরে বাসা বেঁধেছে কি-না পরিক্ষা নিরিক্ষা করান। দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল ইনচার্জ ডা. কুশল রাজ দে জানান ক্যান্সার ও সংক্রমণ ব্যাধি নিরূপণ করার পর সরকারিভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এ ধরনের শিবির আরও হবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকায়। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও পরিষেবা গ্রহনের সূযোগ রয়েছে।