প্রতিনিধি,গন্ডাছড়া ৬ ডিসেম্বর:- ক্যাম্প সরিয়ে নেওয়ার প্রতিবাদী রাস্তা অবরোধ। ঘটনা মঙ্গলবার গন্ডাছড়া জগবন্ধু পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘ ৪২ বছরের পুরানো জগবন্ধু পাড়া সিআরপিএফ ক্যাম্পটি মঙ্গলবার সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দেখে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বসে। সকাল ছয়টা থেকে জগবন্ধু পাড়ার জাতি জনজাতি সম্প্রদায়ের শত শত মানুষ গণ্ডাছড়া-আমবাসা রাস্তার জগবন্ধুপাড়ায় পথ অবরোধে বসে। এলাকাবাসীরা জানান জগবন্ধু পাড়া এলাকার জাতি জনজাতি অংশের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে এই সিআরপিএফ ক্যাম্পটি একমাত্র ভরসা। ১৯৮০ সালে রাজ্যের বুকে এক ভয়াবহ দাঙ্গা হয়। সেই সময় থেকে এলাকার জাতি জনজাতির নিরাপত্তার পাশাপাশি গন্ডাছড়া-আমবাসা রাস্তায় যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য সেখানে সিআরপিএফ ক্যাম্প স্থাপন করা হয়। এদিন ক্যাম্পটি সরিয়ে নিচ্ছে দেখে তাদের পুরানো দিনের ভয়াবহ দিন গুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তাই নিরুপায় হয়ে তাদের এই রাস্তা অবরোধ। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ডিসিএম দিলীপ দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। প্রশাসনের আধিকারিকরা অবরোধকারীদের সাথে কথা বলেও কোন সুরাহা করতে পারেনি। পরে সকাল ১১ টায় ঘটনাস্থলে পৌঁছান গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস। তিনি অবরোধকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করার পর জগবন্ধু পাড়া থেকে সিআরপিএফ ক্যাম্প সরানো হবে না বলে মহকুমা শাসকের তরফে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। অবরোধকারীরা জানান কথার খেলাফ হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে। এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই দিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।
99
previous post
বুধবার সকালে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন
next post