Home » গন্ডাছড়া মহকুমা এলাকার হাই এবং হাই সেকেন্ডারি স্কুলের পাঠরত ছাত্রীদের মধ্যে শুক্রবার বাইসাইকেল বিতরণ করা হয়

গন্ডাছড়া মহকুমা এলাকার হাই এবং হাই সেকেন্ডারি স্কুলের পাঠরত ছাত্রীদের মধ্যে শুক্রবার বাইসাইকেল বিতরণ করা হয়

by admin

প্রতিনিধি,৬ জানুয়ারি:- রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে গন্ডাছড়া মহকুমা এলাকার হাই এবং হাই সেকেন্ডারি স্কুলের পাঠরত ছাত্রীদের মধ্যে শুক্রবার বাইসাইকেল বিতরণ করা হয় । পাশাপাশি এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ই লাইব্রেরীর শুভ উদ্বোধন হয়। এই উপলক্ষে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আদিত্য সরকার, প্রতি চরণ ত্রিপুরা, বিদ্যালয়ের এস এম সি সদস্য প্রমিল দেব, ডুম্বুর নগর বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ, রইস্যাবাড়ি বিদ্যালয় পরিদর্শক ব্রজমোহন মুরাসিং, গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খজেন্দ্র ত্রিপুরা, বিদ্যালয়ের সকালের বিভাগের প্রধান শিক্ষক অমূল্য বিশ্বাস প্রমুখ। সেখানে আলোচনা করতে গিয়ে ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তুইসা মগ বলেন শিক্ষা দপ্তর থেকে ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষা বর্ষের নবম শ্রেণী পাঠরত ছাত্রীদের বাইসাইকেল হয়। তিনি বলেন গন্ডাছড়া মহকুমা এলাকার ১৬ টি হাই এবং হাই সেকেন্ডারি স্কুলের ২৩১ জন ছাত্রী এর সুবিধা পাবেন। এতে করে ছাত্রীরা বাইসাইকেলের সাহায্যে বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারবে। তিনি শিক্ষা দপ্তরের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানান। এদিন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল বিতরন এবং ই লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment