প্রতিনিধি মোহনপুর:-মোহনপুরে উদ্বোধন হলো আরডি সাব ডিভিশন এবং আর ডি মোহনপুর ডিভিশন অফিসের। ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
দীর্ঘদিন যাবত মোহনপুর মহকুমা এলাকার আরডি দপ্তরের যে সমস্ত কাজ হতো তাতে টেন্ডার জমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য আগরতলা ছুটি হতো এলাকার মানুষকে। সে সমস্যা নিরসন করতেই মোহনপুর স্থাপন করা হলো আর ডি ডিভিশন এবং আরডি মোহনপুর সাব ডিভিশন কার্যালয়। মোহনপুর ব্লক কমপ্লেক্সের অস্থায়ীভাবে তার কাজ শুরু হয়েছে। উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন বিগত ৩৫ বছর সরকার যে ধরনের গতি নিয়ে কাজ করেছে তার সঙ্গে বর্তমান পাঁচ বছরের কোন তুলনাই হয় না। বর্তমান সরকার যেভাবে মানুষের জন্য কাজ করেছে তা নজিরবিহীন। শিক্ষামন্ত্রী আরও বলেন সরকারি দপ্তর এবং কর্মচারী হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। কিন্তু উন্নয়ন বাস্তবায়ন হয় সকলের সহযোগিতায়। তাই দপ্তর স্থাপনের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতায় সবার উন্নয়ন সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী আরো বলেন পূর্বে মোহনপুরে আরডির সাব ডিভিশন এবং ডিভিশন অফিস ছিল না। বর্তমানে একসাথে ডিভিশন এবং সাব ডিভিশন অফিসের উদ্বোধন করা হয়েছে।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর ডি মোহনপুর ডিভিশনের মুখ্য বাস্তুকার প্রবীর মজুমদার,মোহনপুর পঞ্চায়েত সমিতির চ্যায়ারমেন রিনা দেবর্বমা,মোহনপুর পুর পরিষদের চ্যায়ারমেন অনিতা দেবনাথ,লেফুঙা বিএসি চ্যায়ারমেন রণবীর দেবর্বমা সহ আরও অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
মোহনপুরে আরডি ডিভিশন ও সাব ডিভিশন অফিসের উদ্বোধন
102
previous post