প্রতিনিধি মোহনপুর:-উচ্চশিক্ষা দপ্তর রাজ্যের ১৮ টি কলেজে ১৮ জন ককবর সহ অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন নিয়োগ হওয়া সহ অধ্যাপক ও অধ্যাপিকারা। মোহনপুরে একটি অনুষ্ঠান মঞ্চে শিক্ষামন্ত্রী হাতে ফুলের তোরা তুলে দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন অধ্যাপক এবং অধ্যাপিকারা। সহ অধ্যাপক অধ্যিকার নিয়োগের বিষয়ে বলতে গিয়ে কতিপয় সহ অধ্যাপক বলেন দীর্ঘদিন যাবত রাজ্যের কলেজগুলোতে ককবরক ভাষার অধ্যাপক এবং অধ্যাপিকা নিয়োগের জন্য দাবি উঠে আসছিল। কিন্তু বিগত দিনগুলোতে কোন সরকার এই দাবি পূরণের জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। বিজেপি সরকার এই দাবি পূরণ করার যৌক্তিকতা স্বীকার করার পাশাপাশি একসঙ্গে ১৮ জন ককবরক ভাষায় সহ অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ করেছে। তার জন্য সরকার এবং শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। বিগত দিনে যে সমস্ত দল এবং সরকার উপজাতি দরদির স্লোগান দিয়ে আসছিল বাস্তবে ককবরক ভাষার শ্রীবৃদ্ধিতে কোন ধরনের সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। কিন্তু বর্তমান সরকার ককবরক ভাষাকে আরো বৃহৎ পরিসরে তুলে ধরতে ১৮ টি কলেজে ককবরক বিষয়ক ১৮ জন সহ অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের মাধ্যমে নজির তৈরি করেছে বলেও অভিমত ব্যক্ত করলেন ককবরক শিক্ষানুরাগেরা।
107