Home » নেশা বিরোধী অভিযানে ব্রাউন সুগার ও গাঁজা উদ্ধার করল সিধাই থানা

নেশা বিরোধী অভিযানে ব্রাউন সুগার ও গাঁজা উদ্ধার করল সিধাই থানা

by admin

প্রতিনিধি মোহনপুর:- দীর্ঘদিন যাবত অবৈধ নেশা বানিজ্যের সাথে জড়িত অভিযুক্তদের ঘরে হানা দিল সিধাই থানার পুলিশ। গঙ্গা গতিপুরের চিত্ত সাহার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ ব্রাউন সুগার সহ ব্যাপক পরিমাণ গাঁজা। যদিও পুলিশি অভিযানের আঁচ পেয়ে অভিযুক্ত চিত্ত সাহা এবং উনার ছেলে রাহুল সাহা বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শনিবার গোপন খবর ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালায় সিধাই থানার পুলিশ। এদিন মোহনপুরের গঙ্গা গতীপুর এলাকায় চিত্ত সাহার বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশের এই অভিযানে তাঁদের ঘর থেকে উদ্ধার হয়েছে ১৫ গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি সিনটেক্সের ড্রামে লুকিয়ে রাখা ২১৭ কিলো অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের হেফাজত থেকে। এই নেশা বাণিজ্যের সাথে সরাসরি জড়িত রয়েছে চিত্ত সাহা এবং উনার ছেলে রাহুল সাহা।যদিও পুলিশ আসার আঁচ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অভিযুক্তরা। জানা গেছে দীর্ঘদিন যাবত বাবা ছেলে অবৈধ নেশা বাণিজ্যের সাথে উতপ্রোত ভাবে জড়িত রয়েছে।পরবর্তী সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।

You may also like

Leave a Comment