Home » ড্রেন নির্মাণের মাটি কাঁটা হলেও অসমাপ্ত কাজ সমস্যায় জনগণ

ড্রেন নির্মাণের মাটি কাঁটা হলেও অসমাপ্ত কাজ সমস্যায় জনগণ

by admin

প্রতিনিধি মোহনপুর:- দুটি পরিবার সরকারি জমির দখল করে রেখে আটকে দিয়েছে ড্রেন নির্মাণের কাজ। সমস্যায় স্থানীয় জনতা। ঘটনা বামুটিয়া আরডি ব্লকের অন্তর্গত ছোট আমতলী থেকে তালতলা যাওয়ার পথে পূর্বপাড়া এলাকায়।পাকা ড্রেন নির্মাণের জন্য প্রায় ছয় মাস আগে মাটিকাটা হয়েছিল। কিন্তু ড্রেন নির্মাণ না হওয়ায় সমস্যার সম্মুখীন স্থানীয়রা।
এলাকাবাসীর যাতায়াতে সুবিধার কথা মাথায় রেখে ছোট আমতলী থেকে তালতলা যাওয়ার রাস্তার পাশে ড্রেন নির্মাণ কাজে হাত দিয়েছিল পূর্ত দপ্তর। সেই মোতাবেক মাটি কাঁটার কাজ হয়েছে প্রায় ৬ মাস আগে। মাটি কাঁটার সময় দুটি পরিবার সরকারি জায়গা ছাড়তে অসম্মতি প্রকাশ করে। ফলে ছোট্ট মোরে মধ্যে ড্রেন করতে গিয়ে শরু হয়ে গেছে রাস্তা। এদিকে স্থানীয়দের দাবি যে দুটি পরিবার সরকারি জায়গা দখল করে রেখেছে তাঁদের কাছ থেকে জমি উদ্ধার করে সঠিকভাবে নির্মাণ করা হোক ড্রেন। সরকারি জমি পুনরুদ্ধার এবং ড্রেন নির্মাণ এক্ষেত্রে পূর্ত দপ্তরের গড়ী মসিকে কেন্দ্র করে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি এই সমস্যা নিরসনে দপ্তর অতিসত্বর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক

You may also like

Leave a Comment