Home » অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নাবালক ভাই – বোনের

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু নাবালক ভাই – বোনের

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

মা-বাবার অবর্তমানে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো নাবালক ভাই বোনের। ঘটনা রবিবার দুপুরে কিল্লা থানাধীন ঠান্ডাছড়া এলাকায় ।

জানা যায় , রবিবার দুপুরে বাড়ির অভিভাবক তথা মা ও বাবা এলাকার একটি নিমন্ত্রণে গিয়েছে বলে জানা যায় । সে সময় বাড়িতে একা ছিল চার বছর বয়সি অনিতা দেববর্মা ও দুই বছর বয়সের রাকেশ দেববর্মা । এই দুইজন আপন ভাই বোন নিজ ঘরে ছিল । প্রাথমিক অনুমান তখন বৈদ্যুতিক শর্ট সার্কিট ঘটে বসত ঘরে । কিন্তু ছোট শিশুগুলি কিছু বুঝে উঠতে পারেনি । তখন শর্ট সার্কিটে আগুন ধরে যায় সম্পূর্ণ ঘরে । আগুনের লেলিহান শিখা ঝাপটে ধরে এই নাবালক শিশুগুলিকে । এর ফলে আগুনের মধ্যেই অগ্নিদগ্ধা হয়ে পড়ে এই শিশু গুলি। পরবর্তী সময়ে এলাকাবাসীরা এই ঘটনা দেখতে পেয়ে খবর দেয় কিল্লা অগ্নি নির্বাপক দপ্তরে । পরবর্তী সময় দমকল দপ্তরের কর্মীরা অগ্নিদগ্ধা দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে ।‌ এই ঘটনায় পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে ।

You may also like

Leave a Comment