Home » আর কে পুরে গত পাঁচ বছরে প্রণজিৎ এর রিপোর্ট কার্ড পেশ করলেন পুর চেয়ারম্যান

আর কে পুরে গত পাঁচ বছরে প্রণজিৎ এর রিপোর্ট কার্ড পেশ করলেন পুর চেয়ারম্যান

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বিধানসভা ভোটের প্রাক্কালে ৩১ রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের গত পাঁচ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরলেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বিজেপি গোমতী জেলা ইন্টার লেকচুয়াল সেলের কনভেনার শীতল চন্দ্র মজুমদার । এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , ৩১ রাধা কিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস, মন্ডলের অফিস সম্পাদক অম্লান চৌধুরী ও সাধারণ সম্পাদক ঝুটন দাস সহ প্রমূখ । এদিনের সাংবাদিক সম্মেলনে রিপোর্ট কার্ড নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইন্টার লেকচুয়াল সেলের কনভেনার শীতল চন্দ্র মজুমদার বলেন, ৩১ আর কে পুর বিধানসভা কেন্দ্রে ৪৭৮ টি সো সহায়ক দল গঠন করে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হয়েছে । ৩৪৫ জন বেকার যুবককে অটো পারমিট প্রদান করে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে । এছাড়া বেশ কিছু সংখ্যক পুরুষ ও মহিলাকে স্বল্প বেতনে অস্থায়ীভাবে কাজে নিয়োগ করা হয়েছে । তিনি বলেন কৃষি পর্যটন ও পরিবহন ক্ষেত্রে ত্রিপুরাতে যুগান্তকারী উন্নয়ন সম্ভব হয়েছে । কৃষকদের স্বার্থে শালগড়াতে বাজার শেড ও কোল্ড স্টোর নির্মাণ করা হয়েছে । সেই সাথে স্বাস্থ্যের উন্নয়নের জন্য যানজুরিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও রাজারবাগে আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে পাশাপাশি জামজুরিতে পশু চিকিৎসালয় করা হয়েছে । এদিন তিনি বলেন ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এই বিধানসভা কেন্দ্রে । এছাড়া পি ডব্লিউ ডি দফতরে তৈরী রাস্তা গুলির মধ্যে প্রায় ১০০ শতাংশ রাস্তা মেরামত সহ বহু পাকা রাস্তা ও পাকা ড্রেন তৈরি করার লক্ষ্যে কাজ চলছে । এছাড়া শিক্ষার উন্নতির জন্য এই বিধানসভা এলাকায় সাতটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং সিবিএস ই সিলেবাসের অন্তর্গত চারটি বিদ্যার জ্যোতি বিদ্যালয় গড়ে তুলে মানুষের চাহিদা পূরণ করা হয়েছে জামজুরি, খিলপাড়া এবং উদয়পুর ইংলিশ মিডিয়াম বিদ্যালয় উন্নয়নে প্রায় ২২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে কাজ চলছে । এছাড়া এই শহরকে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য উদয়পুর রাজারবাগ বাসস্ট্যান্ডকে উন্নত বাস পোর্টে উন্নীত করার জন্য ১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে । কেন্দ্রীয় প্রকল্পে অতি শীঘ্রই গোমতী নদীতে জাহাজ চলাচলের ব্যবস্থা করে গোমতি ব্রিজের কাছে একটি জাহাজ ঘাঁটি তৈরি করা হবে । এতে জল পথে উদয়পুরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগের সুবিধা হবে ইতিমধ্যে উদয়পুরের সাথে দক্ষিণ ত্রিপুরাসহ ভারতের বহু স্থানে রেলপথে যোগাযোগের সুব্যবস্থা চালু হয়েছে । আগামী দিন এই উদয়পুরবাসী বিজেপি প্রার্থী তথা কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কে ভোটে জেতাবার জন্য আহ্বান রাখেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ।

You may also like

Leave a Comment