উদয়পুর প্রতিনিধি
উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বোমা নিক্ষেপ । বুধবার মধ্যরাতে আগুন ধরানো হয় উদয়পুর কংগ্রেস ভবনে । জ্বালিয়ে দেওয়া হয় কংগ্রেসের বিভিন্ন পোস্টার । পরপর ছয়টি বোমা নিক্ষেপ হয় কংগ্রেস ভবনে। উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বোমা নিক্ষেপের ঘটনা এবং আগুন লাগানোর বিষয় জানতে পেরে কংগ্রেস কর্মীরা বৃহস্পতিবার সকালে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে ছুটে আসে । এদিকে কংগ্রেসের যুবনেতা প্রণজিৎ রায় অভিযোগ করে , গতকাল রাতেই রাধাকিশোরপুর থানায় অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানানো হয় । কিন্তু পুলিশ থানা থেকে এই বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন তিনি । একই সাথে প্রণজিৎ অগ্নিকাণ্ডের গোটা বিষয় নিয়ে শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় তোলেন । এবারেই প্রথম উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এই ধরনের অগ্নিকাণ্ড ও বোমা নিক্ষেপ করা হয় । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে । এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে জানতে পেরে রাধা কিশোরপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।
পরবর্তী সময় কংগ্রেস ভবনে হামলার ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উদয়পুর জেলা কংগ্রেস ভবন সফর করেন বাম বিধায়ক রতন ভৌমিক । কথা বলেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের সাথে । একই সাথে সফর করেন কৃষক নেতা নিতাই বিশ্বাস । ক্ষতিগ্রস্ত কংগ্রেস ভবন সফর শেষে বাম বিধায়ক রতন ভৌমিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এই ধরনের ঘটনা কোন দলীয় অফিসে তা খুবই নিন্দনীয় । পুলিশকে এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান বিধায়ক রতন ভৌমিক । গোটা ঘটনায় উদয়পুর শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে