খোয়াই প্রতিনিধি ৫ই জানুয়ারি ।। সরকারি কাজে বাধা ও শ্লীলতা হানির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানার আদেশ দিল মাননীয় আদালত। গত ২৬শে আগস্ট ২০২০ ইংরেজি তারিখে বিকাল ৫টায় তেলিয়ামুড়া থানার চাকমা ঘাট এলাকার বলরাম সাহার বাড়িতে তেলিয়ামুড়া থানার এস আই প্রীতম দত্ত এর নেতৃত্বে মহিলা পুলিশ সহ পুলিশের একটি দল তদন্তে গিয়েছিল। একটি মেয়ে অপহরণকাণ্ডে পুলিশের এই দলটি বলরাম সাহার বাড়িতে গিয়েছিল তদন্ত করতে। বাড়িতে গিয়ে তারা ঘরে প্রবেশ করে তল্লাশি চালানোর সময় প্রথমে বলরাম সাহার স্ত্রী স্বরসতী রায় (সাহা) তদন্তকারী দলকে বিশ্রী ভাষায় গালাগাল দেয়। পরবর্তী সময়ে গৃহকর্তা বলরাম সাহা বাড়িতে এসে মহিলা কনস্টেবল সহ পুলিশের দলটিকে অকথ্য ভাষায় গালাগাল ও মহিলা কনস্টেবল সহ সবাইকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়। ঐদিনই তদন্তকারী দলের সদস্যা মহিলা কনস্টেবল সোমা দেব তেলিয়ামুড়া থানায় বলরাম সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।ঐ লিখিত অভিযোগে রয়েছে সরকারি কাজে বাধা ও মহিলা কনস্টেবলদের শ্লীলতা হানি । এই লিখিত অভিযোগ মূলে তেলিয়ামুড়া থানা বলরাম সাহার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে । দীর্ঘদিন তদন্ত চলার পর তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর দেবানন্দ ইয়াং ঘটনার তদন্ত করে ৩০শে অক্টোবর ২০২০ ইং তারিখে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ও ৩৫৪ ধারায় মাননীয় আদালতে চার্জশিট দাখিল করে । উক্ত মামলা আদালতে দীর্ঘ শুনানির পর গতকাল ৪ঠা জানুয়ারি ২০২৩ইং মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধর্মেন্দু দাস বলরাম সাহাকে অভিযুক্ত করে সাজা ঘোষণা করেন । আদালত বলরাম সাহাকে দশ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল এই সাজা দেন । উক্ত মামলায় সরকার পক্ষে মোট সাতজন সাক্ষ্য দেন। সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য।
সরকারি কাজে বাধা ও শ্লীলতা হানির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানার আদেশ দিল মাননীয় আদালত।
by admin
written by admin
121
next post