নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর__কল্যাণপুর হাসপাতালে পরিষেবা ঠিকঠাক ভাবে চলছে কিনা সেই বিষয়ে হঠাৎ করে হাসপাতালে জটিকা হানা দিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। উনার সাথে ছিলেন কল্যাণপুর ব্লকের বাইশ চেয়ারম্যান রাজীব পাল এবং সমাজকর্মী রাজেশ আচার্য। আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে জটিকা হানা দিলেন কল্যাণপুর হাসপাতালে বিধায়ক। কল্যাণপুর এই হাসপাতলে অনেক দূর দূরান্ত থেকে রুগীরা এসে পরিষেবা গ্রহণ করেন। কল্যাণপুর এলাকায় প্রায় ৫৪ হাজার লোকের বসবাস। এই বৃহৎ অংশের সাধারণ মানুষ কল্যাণপুর হাসপাতালের উপর ভরসা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং সেবিকারা টিকঠাক ভাবে রোগীদের পরিষেবা দেন কিনা সেই সব বিষয় খতিয়ে দেখেন বিধায়ক সহ অন্যরা। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে যে ওষুধ হাসপাতালে দেয়া হয় রোগীদের বিনামূল্য বিতরণ করার জন্য, সেই সব ওষুধ রোগীরা পাচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন। এক এক করে হাসপাতালের সমস্ত কর্মচারীদের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি রোগীরা কেমন আছে, রোগীদের কোন সমস্যা রয়েছে কিনা পরিষেবা গ্রহণ করতে, সে সমস্ত বিষয়ে কথা বলেন রোগীদের সাথে। বিধায়কের এমন জটিকা অভিযানে সবাই বেশ খুশি। পাশাপাশি কল্যাণপুর হাসপাতালে দ্বিতল ভবনের বিভিন্ন কাজ চলছে সেই কাজও খতিয়ে দেখেন শ্রী বিধায়ক বিধায়ক পিনাকী দাস চৌধুরী সাংবাদিকদের এক সাক্ষাৎকারে জানান কয়েকদিন পরপরই তিনি হাসপাতালে যান এবং সবকিছু বিষয়ে খতিয়ে দেখেন।
104
previous post
উদয়পুর জেলা কংগ্রেস ভবনে বোমা নিক্ষেপ
next post