প্রতিনিধি, বিশালগড়, ৪ ডিসেম্বর ।। দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৪৫০ টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। প্রতি বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণ চলছে। রবিবার বিকালে উপমুখ্যমন্ত্রী তথা চড়িলামের বিধায়ক যীষ্ণু দেববর্মা সুবিধাভোগী পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে গৃহ নির্মাণ কাজ পরিদর্শক করেন। এদিন চড়িলাম ব্লকের দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৬ নং কলোনি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিসিয়ারিদের বাড়িতে যান তিনি। ৬ নং কলোনীর প্রতিমা দেবনাথ এর বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘর দেখেন। ঘর নির্মাণে কোন অসুবিধা হচ্ছে কি-না খোঁজ নেন। সাথে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি নিয়েও তিনি কথা বলেন। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রত্যেক বাড়িতেই পাবে। যাদের ঘরের প্রয়োজন রয়েছে প্রত্যেক বাড়িতে ঘর পৌঁছে যাবে । আমাদের সরকার ঘর নিয়ে রাজনীতি করে না। এই সরকার প্রায় তিন লাখ ঘর দিয়েছে। দক্ষিণ চড়িলামে ৪৫০ টি ঘর দেওয়া হয়েছে। বিগত সরকার পঁচিশ বছরে এই পঞ্চায়েতে ৫০ টি ঘর দিতে পারেনি। বামামলে একটি ঘরের জন্য নেতার বাড়ি থেকে শুরু করে মেলার মাঠ পার্টি অফিস পর্যন্ত ঘুরতে হয়েছে। আমাদের সময়ে ঘরের জন্য মিছিল মিটিং করতে হয় না।প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর প্রাপকদের বাড়ি পরিদর্শককালে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ, কিষাণ মোর্চার প্রদেশ নেতৃত্ব টুটন সাহা, চড়িলাম মন্ডল সদস্য বাসু রঞ্জন শীল, যুব মোর্চার দোলন ভৌমিক, বুথ সভাপতি মধু মল্লিক প্রমুখ
98
previous post