প্রতিনিধি,গন্ডাছড়া ৪ ডিসেম্বর:- আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচি শেষ হতে না হতেই এখন জোর কদমে চলছে জন সম্পর্ক অভিযান। গোটা রাজ্যের সাথে রাইমাভ্যালীতেও প্রচারে বিরোধী দলের তুলনায় বিজেপি অনেকটাই এগিয়ে। রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরার নেতৃত্বে রাইমাভ্যালী বিধানসভা এলাকার গ্রাম থেকে পাহাড় সর্বত্র প্রায় প্রতিদিনই কোন না কোন জায়গায় যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে রতননগর ভিলেজে জন সম্পর্ক অভিযান করা হয় পাশাপাশি রতননগর বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানে ত্রিপ্রা মথা, আইপিএফটি এবং সিপিএম দল ত্যাগ করে ২১ পরিবারের ৫০ ভোটার বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা এবং ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান তথা বিজেপি ধলাই জেলা নেতৃত্ব বিকাশ চাকমা। সভা শেষে মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা জানান আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে পাহাড়ে বিরোধীরা ততই কোনঠাসা হয়ে পড়ছে। তিনি বলেন টানা ২৫ বছরের বাম শাসনে রাজ্যের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত বিশেষ করে পাহাড়ের জনজাতিরা। এমতাবস্থায় ২০১৮ সালে বিজেপি রাজ্যের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতিরা ঘর, শৌচালয় থেকে শুরু করে রান্নার গ্যাস, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল সহ বিভিন্ন সুবিধা পাচ্ছে। তাতে পাহাড়ের জনজাতিরা দারুণ খুশি এবং আগামী ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো তারা বিজেপি সরকার চাইছে বলে মন্ডল সভাপতি জানান।
89
next post