Home » কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ ছাত্রীদের মধ্যে

কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ ছাত্রীদের মধ্যে

by admin

প্রতিনিধি কল্যাণপুর ৩ জানুয়ারি।

কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয় ছাত্রীদের মধ্যে। এতে করে বেজায় খুশি ছাত্রীরা। আজ মঙ্গলবার বিকেলে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মিলনায়তনে দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ৮০ জন ছাত্রীদের হাতে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়। ছাত্রীরা অনেক দূর দূরান্তকেই কেউ গাড়িতে বা কেউ পায়ে হেঁটে স্কুলে আসে নিজের ঘাটের থাকা খরচ করে। এখন আর টাকা খরচ করতে হবে না কেননা রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর থেকে এই বাইসাইকেল প্রদান করা হয়েছে এই কারণে যে ছাত্রীরা যেন অনায়াসেই সাইকেলের চেপে স্কুলে আসতে পারে। এতে করে ছাত্রীদের যেমন শরীর চর্চা হবে পাশাপাশি কোন টাকাও লাগবে না। এই ক্ষুদ্র অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন কল্যাণপুর স্কুলের এসএমসি কমিটির চেয়ারপার্সন প্রাক্তন শিক্ষক কানাই শীল, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টার অঞ্জনা দেববর্মা, কল্যাণপুর গ্রাম প্রধান তাপস দেবরায় সহ শিক্ষক শিক্ষিকারা।

You may also like

Leave a Comment