প্রতিনিধি, বিশালগড়, ৩ জানুয়ারি।। আঠারো বছর বয়স কি দুঃসহ,
স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উঁকি
আঠারো বছর বয়সকে ভোটাধিকার দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে এবারও প্রচুর নতুন ভোটার নাম নথিভুক্তিকরণ করেছে।
যুব মোর্চার বিশালগড় মন্ডল কমিটির পক্ষ থেকে নতুন ভোটারদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মঙ্গলবার বিশালগড় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি তথা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, আইনজীবী নিতাই চৌধুরী, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রিতম সাহা, মোর্চার মন্ডল সভাপতি অনুরাগ চক্রবর্তী প্রমুখ। ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণ করা নতুন ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। ভাষণে বিজেপির বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী নতুন ভারত গড়ার কাজ করছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের নবপ্রজন্মকে নিতে হবে। আপনারা এখন ভোটার। এটা অধিকার। তেমনি রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব গুলি পালন করতে হবে। যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক বলেন স্বচ্ছতা থাকলে উন্নতি সম্ভব। আজ স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি হচ্ছে। সকল বেকার যুবক যুবতীদের অধিকার দিয়েছে সরকার। বিগত সরকারের অস্বচ্ছতা এবং দাম্ভিক মানসিকতার কারণে ১০৩২৩ জন শিক্ষক কাজ হারিয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নত শক্তিশালী ভারত গড়ার কাজ চলছে। সন্ত্রাসবাদী এবং বহিঃশত্রুদের কোমড় ভেঙে পড়েছে। আজ ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিচ্ছে। শান্তি উন্নতি সমৃদ্ধশালী ভারত গড়তে নতুন প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শেষে সকল নতুন ভোটারদের শুভেচ্ছা স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। নতুন ভোটারদের উপস্থিতি এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।