Home » তপশিলি জাতিদের কল্যাণে অধিক গুরুত্ব দিয়েছে সরকার, যীষ্ণু

তপশিলি জাতিদের কল্যাণে অধিক গুরুত্ব দিয়েছে সরকার, যীষ্ণু

by admin

প্রতিনিধি, বিশালগড়, ৩ জানুয়ারি।। তপশিলি জাতি মোর্চা সিপাহীজলা (উত্তর) জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসভা। মঙ্গলবার দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজিত প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন তপশিলি জাতি মোর্চার সর্ব ভারতীয় কমিটির সদস্য ব্রজেন্দ্র চন্দ্র দাস, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মোর্চার জেলা সভাপতি রাজেশ দাস, বিজেপির চড়িলাম মন্ডলের মুখপাত্র লিটন চন্দ্র নাথ, চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন রাখি দাস কর, চড়িলাম মন্ডল এস সি মোর্চার সভাপতি রাজেশ দাস প্রমুখ। শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কার্যকর্তারা। জনসভার প্রধান বক্তা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন সিপিএম নিজেদের দরিদ্র নিপীড়িত মানুষের প্রতিনিধি বলে জাহির করতেন। কিন্তু পঁচিশ বছরে তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের জন্য কোন কাজ করেনি। পঁচিশ বছর তপশিলি জাতি সম্প্রদায়ের মানুষের জন্য কী কাজ করেছে জিজ্ঞেস করুন। কোন উত্তর দিতে পারবেনা। কিন্তু বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পিছিয়ে পড়া সমাজের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। সমাজের অন্তিম ব্যাক্তির কাছে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার কাজ চলছে। আমরা চাই সমাজের সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে। আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে তপশিলি সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে ভারতের পার্লামেন্টে তপশিলি জাতি সম্প্রদায়ের প্রতিনিধি সবচেয়ে বেশি রয়েছে বিজেপি দলের।

You may also like

Leave a Comment