Home » চার ঠিকাদারকে অপহরণের অভিযোগ বস্তারে, সন্দেহের তির মাওবাদীদের দিকে

চার ঠিকাদারকে অপহরণের অভিযোগ বস্তারে, সন্দেহের তির মাওবাদীদের দিকে

by admin

ঠিকাদারদের অপহরণ করার অভিযোগ উঠল ছত্তীসগঢ়ের বস্তার জেলার বিজাপুরে। এমনটাই জানা গিয়েছে ছত্তীসগঢ় পুলিশ সূত্রে। অভিযোগ, রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত ৪ ঠিকাদারকে অপহরণ করা হয়েছে। এ নিয়ে সন্দেহের তির মাওবাদীদের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর থেকে গোর্না এলাকা থেকে নিখোঁজ হয়ে যান ওই ৪ ঠিকাদার। তাঁদের নাম নিমেন্দ্র কুমার দিওয়ান, নীলচাঁদ নাগ, টেমরু নাগ এবং চাপড়ি বাত্তিয়া। বস্তার রেঞ্জের আইজি সুন্দেরাজ পি জানিয়েছেন, অপহৃতদের প্রাণের ভয়েই তাঁদের আত্মীয়রা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি। তবে তাঁরা যে অপহৃতদের নিয়মিত খোঁজখবর রাখছেন, সে কথাও জানিয়েছেন তিনি।

You may also like

Leave a Comment