Home » ৩২ পরিবারের ১১৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন

৩২ পরিবারের ১১৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন

by admin

৩১ আর কে পুর মন্ডলের অন্তর্গত রাজারবাগে ৪0 নং বুথে, বুথের কার্য্যকর্তাদের সাথে রাজ্য সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প সমূহ নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ।
ঐ সভাতেই ৪০ নং বুথের নব্যভোটার সহ ৩২ পরিবারের ১১৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছেন। তাদের সকলকে মন্ডল সভাপতি প্রবীর দাস সহ অন্যান্য কার্য্যকর্তাদের উপস্থিতিতে দলে বরণ করে নেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ।

You may also like

Leave a Comment