প্রতিনিধি , উদয়পুর :-
শুক্রবার দুপুরে উদয়পুর মধ্যপাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রদীপ বণিকের বসত ঘর সহ ভাড়াটিয়া রত্না চক্রবর্তীর বসত ঘরটিও । দুইটি ঘর আগুনে সম্পূর্ণ ভাবে ছাই হয়ে যায় । সর্বস্বান্ত হয়ে পড়ে দুইটি পরিবার । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে শনিবার সকাল দশটায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার সাথে ছিলেন বিজেপির মন্ডল সভাপতি প্রবীর দাস, ওয়ার্ড কাউন্সিলার সহ উদয়পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করে বাড়ির মালিক প্রদীপ বণিক ও ভাড়াটিয়া রত্না চক্রবর্তীর সাথে কথা বলেন মন্ত্রী । পরবর্তী সময় মহকুমা শাসকের পক্ষ থেকে আর্থিকভাবে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় প্রদীপ বণিকের হাতে । সেই সাথে ভাড়াটিয়া রত্ন চক্রবর্তীকেও আর্থিকভাবে সাহায্য করেন কৃষিমন্ত্রী । সেই সাথে কৃষিমন্ত্রী নির্দেশ দেন মহকুমা শাসককে অতিসত্বর যেন তাদেরকে সরকারিভাবে আরও সাহায্য করা হয়। একই সাথে স্কুল পড়ুয়া ছাত্রটি তার জরুরী যে কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল কাগজপত্র গুলি অতি সহজে যেন বের করা যায় তার জন্য জেলা প্রশাসন সর্বত্রভাবে সাহায্য করে সে নির্দেশ দেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন কৃষি মন্ত্রী কে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবার