প্রতিনিধি কৈলাসহর:-শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয় ৩রা ডিসেন্বর শনিবার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি অঞ্জন সেনগুপ্ত, বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওএসডি কার্তিক দেববর্মা, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকী পাল দাস ও সমাজসেবী বিমল কর সহ অন্যান্যরা।ত্রিপুরা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে খুব কম সংখ্যক বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের তত্ত্বাবধানে এই ডিএনএ ক্লাব পরিচালিত হয়ে থাকে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরিন্দম সরকার উনার স্বাগত বক্তব্যে বলেন ত্রিপুরা সরকার বর্তমানে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উন্নত শিক্ষা প্রদান করা হচ্ছে।এরই অঙ্গ হিসাবে ৩রা ডিসেম্বর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুলে ডিএনএ ক্লাবের সূচনা করা হয়। ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুবিধার্থে ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিল বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিদ্যালয়কে প্রদান করবে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরিন্দম সরকার শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত করার জন্য।ডি এন এ ক্লাবের কোডিনেটর গৌতমী দে’র তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা সাইন্স এক্টিভিটি করে যাচ্ছে সুন্দর ভাবে।ছাত্রছাত্রীরা ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের প্রতিনিধিদের বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেখায় যার ফলে উনারা ছাত্র-ছাত্রীদের প্রতি অনেকটাই খুশি ব্যক্ত করেছেন।চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লাকী পাল দাস।ডিএনএ ক্লাবের উদ্বোধন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও করা হয়।এখানে উল্লেখ্য যে,চন্ডিপুর বিধানসভা তথা কৈলাশহর মহকুমার মধ্যে একটি গৌরবময় অবস্থানে রয়েছে শ্রীরামপুর সূর্যমনি হাইয়ার সেকেন্ডারি স্কুল।যেখানে বছরখানেক আগে নবনির্মিত দ্ধিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে শিক্ষা এবং আইন দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ভূয়ষি প্রশংসা করেছিলেন এই বিদ্যালয়ের। তৎসঙ্গে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন ছাত্রছাত্রীদেরকে।ত্রিপুরা সরকারের বিশেষ নজরে রয়েছে এই বিদ্যালয়টি। সাহিত্য এবং সংস্কৃতি চর্চায়ও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল।
103