প্রতিনিধি , উদয়পুর :- লাংমা নি হাদুক সমাজ এর উদ্যোগে জামজুরি বৃদ্ধাশ্রমে এক রক্তদান শিবির ,স্বাস্থ্য শিবির এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় । মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার , জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা ও মন্ডল সভাপতি প্রবীর দাস সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন , গত কিছুদিন আগে ভারী বন্যা হওয়ার কারণে বিভিন্ন রক্তদান শিবির বন্ধ হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়েছে জনগণ। কিন্তু এই রক্তের সংকট মেটাতে ধীরে ধীরে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির। আজকের দিনে দাঁড়িয়ে জামজুরি এলাকায় এই বৃদ্ধাশ্রমে একদিকে যেমন রক্তদান শিবির অন্যদিকে স্বাস্থ্য শিবির করা হচ্ছে তা খুবই বর্তমানে প্রয়োজন এবং সকলে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার উচিত বলে তিনি বক্তব্য তুলে ধরেন। সেই সাথে দুর্গাপূজা উপলক্ষে সামাজিক সংস্থা থেকে দেওয়া হয় বস্ত্র বিতরণ । দুর্গাপূজার এই উৎসবের প্রাক্কালে এই ধরনের অনুষ্ঠান খুবই প্রশংসার যোগ্য বলে দাবি করেন অর্থমন্ত্রী । পরে স্বাস্থ্য শিবির ঘুরে দেখেন অর্থমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা । এদিন কাকড়া বন কৃষি মহকুমা অধিকারীক রাজু মজুমদারের চেষ্টায় এই ধরনের অনুষ্ঠান সাফল্যের মুখ দেখতে পেয়েছে বলে বক্তব্য তুলে ধরেন অর্থমন্ত্রী। পরে অতিথিদের হাত দিয়ে বস্ত্র বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামজুরী এলাকার গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় ।
63