প্রতিনিধি,গন্ডাছড়া ২ অক্টোবর:- বাংলাদেশের পার্বত্য জেলায় সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং অত্যাচারের প্রতিবাদী আগেরে গুমেত সুলআনী চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে বুধবার গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ছয় দফা দাবি সনদ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে বিশাল একটি প্রতিবাদ রেলী গন্ডাছড়া ডাক বাংলো চৌমুহনি থেকে শুরু হয়ে মহকুমা শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মহকুমা শাসক অফিসের সামনে এসে জোর হয়। পরে সেখান থেকে পাঁচজনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন। স্মারকলিপি প্রদান কালে সেখানে উপস্থিত ছিলেন আগেরে গুমেত সুলআনী চাকমা সামাজিক পরিষদের নেতৃত্ব বিকাশ চাকমা, নৃপন চাকমা, সাগরজিৎ চাকমা, জয়মনি চাকমা, গদারাম চাকমা। স্মারকলিপি প্রদান শেষে চাকমা সামাজিক পরিষদের নেতৃত্ব বিকাশ চাকমা সাংবাদিকদের জানান বর্তমান বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর মদতে মৌলবাদীরা যে দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বাড়িঘর লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, মা-বোনদের ধর্ষণ, খুন সন্ত্রাস সংঘটিত করে চলছে। তারই প্রতিবাদে মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। যাতে করে মহকুমা শাসকের মাধ্যমে বাংলাদেশের হাইকমিশনার হয়ে সেই দেশের সরকারের কাছে প্রেরণ করা হয়। তিনি চাকমা সামাজিক পরিষদের পক্ষ থেকে সেখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জোরালো দাবি রাখেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদে গন্ডাছড়ায় চাকমা সামাজিক পরিষদের বিক্ষোভ
75