প্রতিনিধি কৈলাসহর:-বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই যোগদানের হিড়িক পড়েছে পাহাড় থেকে সমতলে।তাও আবার প্রতিদিন সিপিএমের ঘর ভাঙছে বিজেপি। দীর্ঘদিনের সিপিএম কর্মীরা সিপিএম দলের সাথে থেকে কোন ধরনের সাহায্য সহযোগিতা না পেয়ে শুধুমাত্র মিছিলের লাইন লম্বা করেছেন।এই কর্মীরাই আজ নিজেদের ভুল বুঝতে পেরে সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করছেন।কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকার ২৭ নং বুথে ১লা ডিসেম্বর সন্ধ্যায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়।উক্ত যোগদান সভায় সিপিএম দলের বহু পুরনো তিন পরিবারের নয় জন কর্মী বিজেপি দলে যোগদান করেছেন।তারমধ্যে সংখ্যালঘু অংশের ভোটাররাই বেশি ছিলেন।যোগদানকারীদের হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে দিয়ে দলে বরণ করেন কৈলাসহর মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,মন্ডল সহ-সভাপতি প্রশান্ত দে এবং বটতলা শক্তি কেন্দ্রের ইনচার্জ অজয় ধর।যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হচ্ছেন হায়দার আলী,আবুল হোসেন ও মুজাহিদ আলি।
156