113
ধর্মনগর প্রতিনিধি।
বিশ্ব এইডস দিবসে ধর্মনগর স্থিত পলিটেকনিক কলেজে অনুষ্ঠিত হয় একদিনের আলোচনা চক্র। এই আলোচনা চক্রের উদ্যোক্তা প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বোনেরা। পলিটেকনিক কলেজে ছাত্রছাত্রীদের প্রায় দুই ঘণ্টার উপর আলোচনার মাধ্যমে এইডস এবং ড্রাগসের খারাপ দিকগুলো নিয়ে এবং কেমন করে তা থেকে রক্ষা পাওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার এবং ধর্মনগর পলিটেকনিক কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকরা। এ অনুষ্ঠানে ব্যাপক সাড়া ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উঠে আসে।