Home » গাঁজা পাচারের সাথে যুক্ত তিন যুবতী কে আটক করল পুলিশ।

গাঁজা পাচারের সাথে যুক্ত তিন যুবতী কে আটক করল পুলিশ।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।২রা মে। গাঁজা পাচারের সাথে যুক্ত তিন যুবতী মেয়েকে আটক করেছে পুলিশ। তেলিয়ামুড়ার হাওয়াই বাড়িতে আজ নিয়মিত চেকিং এর অংশ হিসেবেই যাত্রীবাহী এক অটো গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ২৫ কেজি শুকনা গাজা উদ্ধার করে। সেই সাথে গাড়ির চালক এবং গাড়িতে থাকা তিন যুবতী যারা গাজাগুলো পাচার করছিল বলে পুলিশের বক্তব্য তাদেরকে আটক করা হয়। এই পর্যন্ত সব ঠিকঠাক অর্থাৎ গাঁজা উদ্ধার হয়েছে যারা কাজের পাচার করছিলেন তাদেরকেও পুলিশ আটক করেছে, কিন্তু পর্দার পেছনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট।
বিভিন্ন সূত্র মারফত খবরের ভিত্তিতে দেখা গেছে নিরন্তর ভাবে গাঁজা ব্যবসায়ীরা নিজেদের গাঁজা সাম্রাজ্যের বা অবৈধ নেশা সাম্রাজ্যের বিস্তার ঘটাতে গিয়ে একের পর এক অভিনব পদ্ধতি অবলম্বন করে চলেছেন। এই সময়ের মধ্যে রাজ্যে দেখা গেছে যখনই গাঁজা আটক করা হয় পুলিশ গাড়ির চালককে আটক করতে পারছেন এবং স্বাভাবিক কারণেই লঘু ধরা প্রয়োগ হচ্ছে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে, এবং একটা নির্দিষ্ট সময় পর চালক পারও পেয়ে যান।
আজকের গাঁজা পাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে পুলিশ আগরতলার বুধজংনগর থানার অন্তর্গত চাম্পামুড়া এলাকার সুনন্দ ঘোষ নামক অটোচালককে আটক করেছে তার বিশেষ গাঁজা ব্যবসা রয়েছে খবর এমনটাই। এমনটাও জানা গেছে আজকে ড্রাইভার হিসেবে আটক হওয়া সুনন্দ ঘোষ তার বন্ধু জয়ন্ত দেবের সাথে দীর্ঘদিন ধরেই গাজা সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রির ব্যবসা করছে। আরো খোঁজ নিয়ে জানা গেছে ধৃত সুনন্দ ঘোষের অটো ছাড়া ও দুদুটা ট্রাক গাড়ি রয়েছে যেগুলো ব্যবহার করে বহি:রাজ্য থেকে সবজির সাথে সাথে অবৈধ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী রাজ্যে আনা নেওয়া করছে।যদিও আজকে আটক হওয়া যুবতীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে ,তদন্ত করবে, কিন্তু তারপরেও যে খবর গুলো উঠে আসছে এই খবরের ভিত্তিতে আটকৃত সুনন্দকে সঠিকভাবে জেরা করলে বা তদন্ত করলে ত্রিপুরা রাজ্যে নিরন্তর ভাবে বৃদ্ধি পাওয়া গাজা পাচার কান্ডের বহু তথ্য বেরিয়ে আসতে পারে বলে অনুমান।

You may also like

Leave a Comment