Home » যুব মোর্চা প্রদেশ সভাপতির উপস্থিতিতে ঠান্ডা পানীয় বিতরণ।

যুব মোর্চা প্রদেশ সভাপতির উপস্থিতিতে ঠান্ডা পানীয় বিতরণ।

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।৩রা মে।বিজেপি যূবমোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সিদ্ধান্ত ক্রমে তেলিয়ামুড়া মণ্ডল এবং তেলিয়ামুড়া যুবমোর্চার যৌথ উদ্যোগে সাপ্তাহ ব্যাপী একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়, এরই অঙ্গ হিসেবে শুক্রবার বৃক্ষরোপণ ও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায় । এদিন প্রথমে তেলিয়ামুড়া বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করাহয়। এবং এর পর তেলিয়ামুড়া বাজারের পথ চলতি সাধারণ মানুষ এবং ছোট বড় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রান্ত থেকে হাট করতে আসা মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এই দুটি সামাজিক কাজে উপিস্থিত ছিলেন বিজেপি প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা রাজ্য বিধানসভার বিধায়ক সুশান্ত দেব তেলিয়ামুড়া যবমোর্চার মন্ডল সভাপতি কিংকর দেবনাথ, তেলিয়ামুড়া মন্ডল সহ-সভাপতি নীতিন কুমার সাহা, বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় গোপাল ব্রহ্ম, প্রজেশ চক্রবর্তী সহ অন্যান্য মন্ডল এবং যুব মোর্চার নেতৃবৃন্দরা । এদিনের এই দুইটি কর্মসূচিতে অংশ গ্রহন করে যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন, বিজেপি দল এবং যুব মোর্চা অন্যান্য রাজনৈতিক দল বা যুব সংঘটনের চেয়ে আলাদা নিতি আদর্শে বিশ্বাসী। মানুষের সেবা করাই এই সংঘটনের মূল লক্ষ। মানুষের সুখে দুঃখের সাথি হয়ে কাজ করে এই সংঘটন। তিব্র গরমে সাধারণ মানুষকে একটু শস্তি দিতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আজকের এই কর্মসূচী। এধরণের কাজে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

You may also like

Leave a Comment