প্রতিনিধি, বিশালগড় , ১ এপ্রিল।। বিশালগড় প্রভুরামপুর স্থিত
কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি অমরনাথ গৌড। শনিবার দুপুর ১২ টায় তিনি বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে যান। কারারক্ষীরা গার্ড অফ অনার প্রদান করেন বিচারপতিকে। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রধান বিচারপতিকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। প্রধান বিচারপতি সহ অন্য আধিকারিকরা সংশোধনাগারের সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন। সংশোধনাগারের পরিচ্ছন্নতা, খাদ্য তালিকা ইত্যাদি বিষয় খতিয়ে দেখেছেন। কোথাও কারা আবাসিকদের মানবাধিকার ক্ষুন্ন হচ্ছে কি-না খতিয়ে দেখেছেন। কথা বলেছেন সংশোধনাগারের আধিকারিকদের সঙ্গে। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তক্রমে সবগুলি সংশোধাগারে পর্যায়ক্রমে পরিদর্শন করা হয়। এরই অঙ্গ হিসাবে এই পরিদর্শন বলে জানা গিয়েছে । এরপর কমলাসাগর কসবেশ্বরী কালী মন্দিরে যান বিচারপতি টি অমরনাথ গৌড। ভারত বাংলা সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামীণ পর্যটন কেন্দ্রে খানিকটা সময় কাটান তিনি। সীমান্ত হাট, কাঁটাতারের বেড়া, কমলাসাগর দিঘী সহ এক অপরুপ ঐতিহ্যবাহী রাজন্য স্মৃতি বিজরিত গ্রামীণ পর্যটন কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করেন তিনি।
কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে হাই কোর্টের প্রধান বিচারপতি
103
previous post