
প্রতিনিধি, বিশালগড়,
৩১ মার্চ।। নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব বিশালগড় শহরের সৌন্দর্য বর্ধনে উদ্যোগী হয়েছেন। উন্নয়নের নিরিখে বিশালগড়কে উচ্চ শিখরে পৌঁছে দেয়ার সংকল্প ছিল ভোটের আগেই। এবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর সেই সংকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছেন। বিশালগড়ের ডাকবাংলো জলাশয় কয়েকদশক ধরে নোংরা আবর্জনায় কুৎসিত রূপ ধারণ করে আছে। সেই জলাশয়ের সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণ করেছে বিধায়ক সুশান্ত দেব। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বহু পুরনো ডাকবাংলো জলাশয় পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত দেব। সঙ্গে ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ এবং বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। পরিদর্শন শেষে বিধায়ক সুশান্ত দেব জানান দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এই জলাশয়। নোংরা আবর্জনায় পুঁতিগন্ধময় নরকগুলজারে পরিনত হয়েছে জলাশয়। এই জলাশয় সংস্কার করা হবে। পুকুরের চারপাশে বসার ব্যবস্থা থাকবে। ফুল ফলের গাছ লাগানো হবে। আলোক মালায় গাঁথা হবে চারপাশে। অবসরকালীন বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু হবে ডাকবাংলো জলাশয়। বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ জানান এই জলাশয়ের সঙ্গে বিশালগড়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। পুকুরের জৈববৈচিত্র রক্ষার মাধ্যমে অবসর সময় কাটানোর ব্যবস্থা হব।