Home » নেশা বিরোধী অভিযানের সাফল্য এয়ারপোর্ট থানার

নেশা বিরোধী অভিযানের সাফল্য এয়ারপোর্ট থানার

by admin

প্রতিনিধি :-নড়সিং গড়ের বগাদি এলাকায় দীর্ঘদিনের পুড় খাওয়ার নেশা কারবারির বাড়িতে হানা দিয়ে ব্যাপক সাফল্য পেল এয়ারপোর্ট থানা পুলিশ। বুধবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
এয়ারপোর্ট থানাধীন বোগাদি এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধ নেশা বাণিজ্যের সাথে জড়িত ছিল মিঠন দেবনাথ। বুধবার গোপন খবরের ভিত্তিতে এসডি এনসিসি, এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহের নেতৃত্বে চলে অভিযান। অভিজান করতে গিয়ে মজুদ থাকা নেশা সামগ্রী দেখে চক্ষু চরক গাছ পুলিশ আধিকারিকদের। উদ্ধার করা হয় এসকফ ২৪৫০ বুতল, ফেনসিডিল ২২০,গাঁজা ৩০ কিলো উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানান এসডি পিও। এ বিপুলসংখ্যক নেশা সামগ্রী উদ্ধারের পর এয়ারপোর্ট থানায় অভিযুক্ত মিঠন দেবনাথের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে। এদিন অভিযুক্তকে গ্রেফতার করতে না পারলেও অতি সত্যের অভিযুক্তকে জালে তোলা হবে বলে বললেন এস ডি পি ও।

You may also like

Leave a Comment