Home » যাত্রীবাহী বাস গাড়ি থেকে দেড়ভরি ওজনের স্বর্ণের হার ও নগদ দু হাজার টাকা ছিনতাই । ঘটনা উদয়পুর টেপানিয়া জাতীয় সড়কে ।

যাত্রীবাহী বাস গাড়ি থেকে দেড়ভরি ওজনের স্বর্ণের হার ও নগদ দু হাজার টাকা ছিনতাই । ঘটনা উদয়পুর টেপানিয়া জাতীয় সড়কে ।

by admin

উদয়পুর প্রতিনিধি

যাত্রীবাহী বাস গাড়ি থেকে দেড়ভরি ওজনের স্বর্ণের হার ও নগদ দু হাজার টাকা ছিনতাই । ঘটনা উদয়পুর টেপানিয়া জাতীয় সড়কে ।

ঘটনার বিবরনের জানা গিয়েছে , শুক্রবার রাতে আগরতলা থেকে একটি যাত্রীবাহী বাস উদয়পুরের দিকে চলে আসছিল । তখন বাস গাড়িটি টেপানিয়া জাতীয় সড়কে আসতেই হঠাৎ গাড়ির মধ্যে আগুন ধরে যায় । কালো ধোয়ায় ঢেকে যায় গোটা বাস গাড়িটি । এই ঘটনা বাসে থাকা যাত্রীরা প্রত্যক্ষ করতে নিজেদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয় । এই সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাইবাজরা এক মহিলা যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে চম্পট দেয় । পরে পরিস্থিতির স্বাভাবিক হলে দেখতে পায় বাসে থাকা মহিলা যাত্রীর ব্যাগ উধাও । পরবর্তী সময় রাতেই রাধাকিশোরপুর থানায় ছুটে আসে মহিলা যাত্রী । পুলিশকে বিস্তারিত ঘটনা জানিয়ে একটি মামলা দায়ের করা হয় । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুরে ।

You may also like

Leave a Comment