Home » তেলিয়ামুড়ায় সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে।

তেলিয়ামুড়ায় সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে।

by admin

প্রতিনিধি তেলিয়ামু।১লা ডিসেম্বর।
নির্বাচন যতই এগিয়ে আসছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে তাসের ঘরের মতো ভাঙছে সিপিএম। আজ আবারো তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে সিপিএমের ঘর ভাঙ্গিয়ে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেল। তেলিয়ামুড়া মন্ডলের অধীন পাঁচ নম্বর করইলং শক্তি কেন্দ্রের অধীন ৩৮ নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক উঠানসভা অনুষ্ঠিত হয় শিশু বিহার এলাকাতে। সভাতে সিপিএম দলের দশ পরিবারের ৩২ জন ভোটার সিপিএমের দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেয়। নবাগতদের ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্ন পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়। নবাগতদের স্বাগত জানিয়ে বিধায়িকা শ্রীমতি রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সিপিএম গত ২৫টি বছর রাজ্যের সাধারণ মানুষদের সাথে শুধু প্রবঞ্চনাই করে গেছে। রাজনীতিক স্বার্থে সাধারণ মানুষকে ব্যবহার করেছে। গত সাড়ে চার বছর রাজ্যের মানুষ দেখেছে উন্নয়ন কিভাবে করতে হয়। বর্তমান বিজেপি সরকার সবকে সাত সব কে বিকাশ আদর্শকে সামনে রেখে রাজ্যের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করে চলেছে। বিশন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি গুলি একে একে পূরণ করে চলেছে। রাজ্যের মানুষকে এখন আর তাদের দাবি দেওয়ার জন্য রাস্তায় নামতে হয় না। রাজ্যের মানুষের কল্যাণের জন্য রাজ্য সরকার নিজে থেকেই ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আজ ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের কাছে উন্নয়নের এক মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রাজ্যের সাধারণ মানুষ আজ উপলব্ধি করতে পেরেছে বলেই সিপিএম থেকে উন্নয়নের কাজে নিজেকে জড়ানোর জন্য বিজেপি দলে সামিল হচ্ছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ শক্তি কেন্দ্রের এবং বুথের নেতৃবৃন্দরা।

You may also like

Leave a Comment