Home » লক্ষ্মী লোঙ্গা চা বাগানে উদ্ধার মৃতদেহ

লক্ষ্মী লোঙ্গা চা বাগানে উদ্ধার মৃতদেহ

by admin

প্রতিনিধি মোহনপুর:- লক্ষ্মীলোঙ্গা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার সকালে। মৃত ব্যক্তির নাম স্বপন দেব (৫০)। তার বাড়ি মধ্য ভূবনপুর এলাকায়। মৃতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভালনা ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে।
                লক্ষ্মীলোঙ্গা থেকে লেম্বুছড়া সড়কের পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে বৃহস্পতিবার সকালে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা  প্রাত ভ্রমণে বের হয়ে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় এয়ারপোর্ট থানায়। থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে ছুটে আসে পুলিশ। গোটা বিষয়ে তদন্ত করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। মৃতদেহের গলায়, মাথায় এবং দেহের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে লেফুঙ্গা থানার অন্তর্গত নেপালি বস্তি এলাকা থেকে রাস্তার পাশে ধানের জমেতে পড়ে থাকা অবস্থায় একটি গাড়ি উদ্ধার হয়। যতদূর জানা গেছে এই গাড়িটি মৃত স্বপন দেব বাণিজ্যিক কাজে ব্যবহার করতেন। মৃতদেহ উদ্ধারের স্থান এবং গাড়ি উদ্ধারের স্থানের মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটারের দূরত্ব। এই সল্প দূরত্বে গাড়ি এবং মৃতদেহ পরে থাকার ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি খুনের দিকেই ইঙ্গিত করছে সচেতন মহল। পুলিশ এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও প্রাথমিকভাবে খুনের ঘটনা ধরে নিয়েই তদন্ত করতে শুরু করেছে। ধারণ করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই গোটা ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হবে পুলিশ।

You may also like

Leave a Comment