প্রতিনিধি কৈলাসহর:-আজ বিকেল আনুমানিক চারটা নাগাদ শ্রীরামপুর ব্রিজে বড়সড় দুর্ঘটনা সংগঠিত হয়।ঘটনার খুঁজ নিয়ে জানা যায় AS-01-JC 1965 নম্বরের একটি ট্রাক গাড়ি ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় দুর্ঘটনা সংগঠিত করে পালিয়ে আসছিল।সে সময় বিভিন্ন নাকা পয়েন্টে থাকা পুলিশ পলাতক গাড়ির পিছু ধাওয়া করলে এই গাড়ি আরো দ্রুতগতিতে ছুটে আসে শ্রীরামপুর ব্রিজের দিকে।খুব দ্রুতগতিতে ব্রীজ পেরিয়ে উক্ত গাড়ি চলে যায় মূর্তিছড়া এলাকার দিকে।সেখানেও অনেক বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে এবং ভদ্রপল্লী স্কুলের পাশাপাশি এলাকায় একটি গরুর বাছুর এবং কুকুরকে মেরে ফেলে উক্ত গাড়ির চালক বাপী লোধ (২৭) পিতা স্বর্গীয় শ্যামল লোধ ঢুকলি ব্লক এলাকার আমতলীতে চালকের বাড়ি।এরপর ভদ্রপল্লী এলাকা থেকে আরো দ্রুতগতিতে যখন চন্ডিপুর এলাকা হয়ে আসছিল সে সময় ইউনাইটেড ক্লাবের সামনে থাকা কিছু গাছ রাস্তায় ফেলে পথচারীরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। সেখানেও গাড়িটিকে আটকানো সম্ভব হয়নি। এরপর চন্ডিপুর থেকে যখন শ্রীরামপুর ব্রিজের দিকে এই এই ট্রাক আসছিল সে সময়ও রাস্তায় ড্রাম দিয়ে গাড়িটিকে প্রতিরোধ করার চেষ্টা করলেও তাকে আটকানো সম্ভব হয়নি।খুব দ্রুতগতিতে এসে রং সাইডে গিয়ে বাইকে বসে থাকা এক যুবককে সজোড়ে ধাক্কা মারে এবং সাথে সাথে যুবকটি ছিটকে পড়ে ও বাইক ভেঙে চুরমার হয়ে যায়।যদিও আহত বাইক চালকের পরিচয় জানা যায়নি।বাইক চালককে গুরুতরভাবে আহত করে এবং শ্রীরামপুর ব্রিজে থাকা তিনটি খুঁটি ভেঙে ফেলে ঘাতক গাড়ী।খবর নিয়ে জানা যায় বিভিন্ন খাদ্য সামগ্রী পরিবহনকারী এই গাড়িটি মনু ৮২ মাইল এলাকা থেকে আরো দুই একটি জায়গায় দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে আসছিল।বর্তমানে বাইক রাইডার এবং গাড়ির চালক বাপি লোধ দুজনে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।শ্রীরামপুর ব্রিজে এই ঘটনা সংঘটিত হওয়ার পর অন্তত এক হাজারেরও বেশি মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী।খবর লেখা অব্দি আহত দুজনেরই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।
দেশ
সোনামুড়া প্রতিনিধিঃ..
রিঙ্কলের কোয়া পরিষ্কার করতে গিয়ে ৩ উপজাতি যুবকের মৃত্যু। ঘটনা দক্ষিণ তৈবান্দাল নেউরা মোরা j.b স্কুল এলাক. মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটলো ধনপুর বিধানসভার দক্ষিণ তৈইবান্দাল, নেওড়ামুড়া এলাকায় ।
পর পর এক কুয়াতে নেমে প্রাণ হারালো এলাকার ৩ ব্যক্তির । এই দুর্ঘটনার কারনে শোকের ছায়া বিরাজ করছে এলাকায়। মৃত ব্যক্তিদের নাম হলো অসুখ কুমার ত্রিপুরা, শম্ভু কুমার দেববর্মা, শুক্ল মনি মুরাসিং. ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থানা দিন নেওড়ামুড়া যে স্কুলের দীর্ঘদিন যাবত একটি রিং কুয়া পরিচর্যার অভাবে বন্ধ হয়েছিল যার ফলে স্কুলের ছাত্র-ছাত্রীদের জলের একটা সমস্যা হতো তাই স্কুলের এক শিক্ষক তিনজন লোককে এই রিং কুয়া পরিষ্কার করার জন্য ঠিক করে রিঙ্কু পরিষ্কার করার সময় এক পর্যায়ে প্রথম ব্যক্তি যখন রিঙ্কুয়ার ভিতরে প্রবেশ করে তখন দীর্ঘক্ষণ হওয়ার পরে সে যখন বাইরে আসছে না এবং কোন সারা শব্দ পাওয়া যাচ্ছিল না তার তখন দ্বিতীয় ব্যক্তি ওই রিং কুয়াতে প্রবেশ করে দ্বিতীয় ব্যক্তির যখন কোন সাড়া পাচ্ছিল না তখন তৃতীয় ব্যক্তি সেই রিঙ্ কুয়াতে প্রবেশ করে দীর্ঘক্ষণ এই তিন ব্যক্তির কোন হদিস না পেয়ে স্কুল কর্তৃপক্ষ রিং কুর সামনে এসে তাদের কি না দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় তারপর স্কুল কর্তৃপক্ষ মেলাঘর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে কুর ভিতর প্রবেশ করে ঐ তিন ব্যক্তির দেহ উদ্ধার করে পরবর্তী সময় খবর দেয়া হয় মেলাঘর থানায়. কুর ভেতর থেকে তাদের দেহ উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন. কোর ভেতরে অতিরিক্ত পরিমাণে গ্যাসের কারণে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে. জানা যায় মৃত তিনজন ব্যক্তির বাড়ি এই স্কুল সংলগ্ন এলাকাতেই তাদের এই মৃত্যুতে গোটা এলাকায় এবং তাদের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া.
এখন সব থেকে বড় প্রশ্ন হল ভুল শিক্ষকের কথায় স্কুলের এই রিঙ্ কুয়া পরিষ্কার করতে নেমে যাদের প্রাণ গেল. তাদের পরিবারের কথা কে চিন্তা করবে? বা এই ঘটনারই দায় কে নেবে?
ধর্মনগর প্রতিনিধি। বিজেপি কিষান মোর্চা রাজ্য জুড়ে বৃক্ষরোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে। মূল অনুষ্ঠানটি হয় প্রতাপগড় মন্ডলের বিদ্যাসাগর চৌমুনী শনি মন্দির প্রাঙ্গণে সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায় সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য বিজেপি প্রতাপগড় মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেব এবং বিজেপি কিষান মোর্চা প্রতাপগড় মন্ডল সভাপতি সমীর রায় প্রমুখ । বড়জলা মন্ডলে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয় প্রথমত নতুন নগর বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ ও দ্বিতীয়ত পশ্চিম ভুবনবন স্কুল প্রাঙ্গণে সেখানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায় কিষান প্রদেশ সম্পাদিকা প্রতিচী ভৌমিক কোষাধ্যক্ষ অমরচান সরকার জেলা সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দেব বিজেপি বড়জলা মন্ডল সভাপতি মুকুল রায় কিষান মোর্চা বড়জলা মন্ডল সভাপতি রাজু ভৌমিক প্রমুখ, দক্ষিণ জেলার শান্তিরবাজারে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা কিষান মোর্চা সভাপতি তথা শান্তিরবাজার মিউনিসিপালিটি ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ জিলা ও মন্ডলের কিষান মোর্চা কার্যকর্তাগণ। গোমতী জেলা অম্পিনগরে বৃক্ষ রোপনের উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সম্পাদক বীরসিং জমাতিয়া সহ অন্যান্য কার্যকর্তাগণ। প্রত্যেকটি জেলায় কিষান মোর্চার কার্যকর্তাগণ অতি আনন্দ ও উল্লাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন। বর্ষাকাল ব্যাপি রাজ্যের প্রতিটি মন্ডল এ বৃক্ষরোপণ অভিযান চলবে বলে কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়।
প্রতিনিধি, বিশালগড় , ।।
বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘী স্থিত নিউ জীবনানন্দ শিশু নিকেতন এবং ২নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। শুক্রবার জীবনানন্দ শিশু নিকেতন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মহরম আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব বিষয়ে আলোচনা করেন।
ছাত্র যুবদের তামাক মুক্ত রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। অনুষ্ঠানে শিশু নিকেতন ও মাদ্রাসার ছাত্ররা বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন ধরনের নৃত্যে অংশ নেয়। তাদেরকে পুরস্কৃত করেন অতিথিরা। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, বাইদ্যাদিঘী এইচ এস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মাওলানা জাকির হুসাইন আল-জলিলী, প্রধান রত্না শুক্লা দাস, শিক্ষক অতুল কুমার সিনহা, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের সম্পাদক শ্রীধাম চন্দ্র ভৌমিক, মাদ্রাসা এস এম সি কমিটির সম্পাদক আবু কাওসার, সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আলমগীর শাহ, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন।
ভোট গণনা নির্বিঘ্নে সুসম্পন্ন করতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সম্মেলনে আহ্বান মহকুমা শাসকের ।
প্রতিনিধি , উদয়পুর :- বিলোনিয়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের জনতার রায় ইভিএম বন্দি হয়ে আছে বিলোনিয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্ট্রংরুমে । আগামী ৪ ঠা জুন সারা দেশ ও রাজ্যের সাথে বিলোনিয়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গননা করা হবে । ভোট গণনার প্রস্তুতি এবং আচরন বিধি নিয়ে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় শুক্রবার বিকেল চারটা নাগাদ বিলোনিয়া মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক রিঙ্কু লাথারের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। রাজ্যে দুই দফা ভোট পর্বের মতো ভোট গণনাও যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সব রাজনৈতিক দলের কাছে আহবান রাখেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে । এছাড়া তিনি ভোট গননা কেন্দ্রে যেতে হলে কি কি নিয়ম নির্দেশিকা মানতে হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন । তিনি একটি কথাই বলেন , যাতে সকলে গননা কেন্দ্রে নির্বাচনি আচরণ বিধি পালন করে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ভোট গননা কেন্দ্রে কি কি আচরণ বিধি পালন করতে হবে সেই বিষয়েও মহকুমা শাসক রিঙ্কু লাথার অবগত করেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের । এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক, এ আরও রিংকু লাথার ছাড়া ছিলেন ডিসিএম সঞ্জয় শীল।
প্রতিনিধি, বিশালগড় , ৩০ মে।। আজকের ছাত্র সমাজ ভবিষ্যতের উত্তরসূরী। তারাই একদিন সমাজের সকল দায়িত্ব কাঁধে তুলে নেবে। তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল বিদ্যার্থীদের উত্তরসূরী সম্মাননা প্রদান করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। গত বছরেও অনুরূপ কার্যক্রম হয়েছিল। এবারে হলো দ্বিতীয় পর্ব। বিশালগড় বিধানসভার ২২ টি বিদ্যালয়ের সিবিএসই এবং টিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ১৬৫৭ জন বিদ্যার্থীদের এদিন শুভেচ্ছা সম্মান জানানো হয় । বৃহস্পতিবার বিশালগড় নতুন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় ব্লকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুব্রত চৌধুরী, সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, তপন দাস, জিতেন্দ্র চন্দ্র সাহা প্রমুখ। শুরুতে রামায়ণের অংশ নিয়ে অনন্য নৃত্যনাট্য সকলের মন কাড়ে। ১৬৫৭ জন ছাত্র ছাত্রীকে শুভেচ্ছা স্মারক এবং গাছের চারা প্রদান করেন অতিথিরা। বিধায়ক সুশান্ত দেব বলেন লক্ষ্য স্থির রেখে সেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত পরিশ্রম করতে হবে। আজকের এ ছাত্ররা আগামী দিনে বৈভবশালী ভারত এবং শ্রেষ্ঠ বিশালগড় গড়ার কান্ডারী হবে। সমাজের সকল অন্ধকার দূর করতে সকলকে দায়িত্ব নিতে হবে। সর্বদা গুরুজন, শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জানাতে হবে। বৃদ্ধাশ্রম মুক্ত সমাজ গঠনে আজকের ছাত্র যুবরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চারাগুলো রোপণ করে পরিচর্যা করতে হবে। রাজ্যের সামাজিক ব্যাক্তিত্ব রাজীব ভট্টাচার্য বলেন আজকের উপস্থিতি জানান দিচ্ছে মেয়েরা পড়াশোনায় ভালো ফলাফল করছে। সমাজের সর্বক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে নারী শক্তি। কে কতো নম্বর পেলে তা নিয়ে চর্চা না করে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। নেগেটিভ বিষয় ছাত্র যুবদের বেশি আকর্ষণ করে। কিন্তু ছাত্র যুবদের ধাবিত হতে হবে পজেটিভ ভাবনা নিয়ে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকতে হবে। সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক ছাত্রদের সময়ের কাজ সময়ে শেষ করার পরামর্শ দেন। শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুব্রত চৌধুরী এই অভিনব উদ্যোগের জন্য বিধায়ক সুশান্ত দেবকে ধন্যবাদ জানান। ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন উজ্জ্বল করতে এই শুভেচ্ছা সম্মান এবং পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। বিধায়কের এই অভিনব ভাবনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই।
লোকসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে একান্ত বৈঠক করলেন উত্তরের জেলা শাসক।
ধর্মনগর প্রতিনিধি। আগামী ১৮ তম লোকসভা নির্বাচনকে গণনার দিন ধার্য করা হয়েছে ৪ জুন। এই গণনা কার্য উত্তর জেলায় কোথায় এবং কেমন করে সম্পন্ন হবে তা নিয়ে উত্তরের জেলা শাসক তথা আর ও সাংবাদিকদের সাথে একান্ত বৈঠক ছাড়লেন। উত্তর জেলা শাসক নিজের কনফারেন্স হলে জেলাশাসক দেবপ্রিয় বর্ধন পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী এবং অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাসের উপস্থিতিতে সাংবাদিকদের সাথে এক বৈঠক সম্পন্ন করেন। উত্তর জেলাতে ধর্মনগরের চারটি কেন্দ্র পানি সাগরের একটি এবং কাঞ্চনপুরে দুইটি কেন্দ্র ভোট গণনা সম্পন্ন হবে। স্বাভাবিকভাবে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত একটা জোন বানাতে হবে তার মধ্যে কোন ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ হবে। মোট তিন সিকিউরিটি লেয়ার থাকবে তার মধ্যে ঢুকতে হলে প্রত্যেকে আইকার্ড দেখাতে হবে। গণনা কেন্দ্র ে শুধুমাত্র মিডিয়া সেন্টারে মোবাইল এবং অন্যান্য সামগ্রী চালনা করতে পারবে সাংবাদিকরা। গণনা কেন্দ্রে প্রবেশের জন্য যিনি দায়িত্বে থাকবেন তার অনুমতি নিয়ে এবং নির্দিষ্ট ভিডিও নিয়ে যেতে হবে। রাউন্ড ওয়াইজ ফলাফল মাইকের মাধ্যমে ঘোষণা করা হবে। গণনার দিন যাতে স্বচ্ছ এবং পরিষ্কারভাবে কাজ করা যায় তার জন্য প্রশাসন সর্ব প্রকার প্রস্তুতি নিয়েছে। মহকুমা স্তরে ইতিমধ্যেই বিভিন্ন এ আর ও নিয়ে সভা সম্পন্ন হয়ে গেছে এমনকি রাজ্যের চীফ ইলেকট্রন অফিসার গণনা কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করে গেছেন। পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী জানান সিআরপিএফ এবং স্টেট আর্ম পুলিশ কোন না কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তার জন্য তৈরি থাকবে। তাছাড়া নির্বাচন শেষ হতে না অতীত বিভিন্ন গন্ডগোল যাতে না হতে পারে তাই পুলিশ প্রশাসন তৈরি আছে। পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে সভা ইতিমধ্যেই পড়ে নিচ্ছেন যাতে কোন ধরনের গন্ডগোল নির্বাচন শেষ হওয়ার পরেও গণনা কেন্দ্রে গণনার পর্ব শেষ হলেও না হয়। প্রতিটি কেন্দ্রের জন্য সাতটি হলে ব্যবস্থা রাখা হয়েছে তার মধ্যে একটি হলে থাকবে ১৪ টি এবং একটি টেবিল, আরেকটি হলে থাকবে বারটি এবং একটি টেবিল, আরেকটি হয়ে থাকবে ১১ টি এবং একটি টেবিল বাকি গুলি সব ১০ টি এবং একটি টেবিল নিয়ে গণনার কার্য সম্পন্ন হবে। নির্বাচন উত্তর পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানানো হয়।
প্রতিনিধি , উদয়পুর :- রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী নির্মাতা সৃষ্টি হয় ভারী নিম্নচাপ সৃষ্টি হয় ত্রিপুরা রাজ্যে। এর ফলে উদয়পুর গোমতী নদীতে জলস্তর বাড়তে থাকে । তার ফলে উদয়পুর ছনবন ব্রিজ সংলগ্ন এলাকায় গোমতী নদীর জল ফুলে ওঠে । এরফলে এই এলাকার নদীর পাড়ের ভাঙ্গন সৃষ্টি হয় । এমনিতেই অধিক ঘনবসতিপূর্ণ এলাকা । নদীর পাড়ের ভাঙ্গনের খবর ছড়িয়ে পড়তে পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ও বিজেপির আর কেপুর মন্ডলের সভাপতি প্রবীর দাস দ্রুত ছুটে যান এলাকায়। সাথে পি ডব্লিউ ডি দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে ছুটে যান এবং নদী ভাঙ্গন কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন ঘটনাস্থলে দাঁড়িয়ে । অপরদিকে উদয়পুর ব্রম্মাবাড়ী এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বাড়িতে প্রবেশ করে বৃষ্টির জল । তার ফলে সমস্যায় পড়ে জনগণ। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর কে পুর মন্ডল সভাপতি বলেন , ব্রহ্মাবাড়ী সংলগ্ন সুখ সাগর জলায় অধিকাংশ লোক বেআইনিভাবে মাটি ভরাট করছে, সেই ক্ষেত্রে সরকারের কোন আদেশ মান্যতা দিচ্ছে না । তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ। গতকাল রেমালের ফলে অধিক বৃষ্টিপাত হয় তাতে ব্রাহ্মাবাড়ি সংলগ্ন একটি বসতবাড়িতে জল ওঠে। জল উঠার মূল কারণ অবৈজ্ঞানিকভাবে জলাশয় পূর্ণ করা । তাতে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ। সরকারিভাবে পরিবারটিকে কিভাবে সহযোগিতা করা যায় তার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য গায়ত্রী দে এবং প্রশাসনের সাথে কথা বলা হয়েছে । এদিন মন্ডল সভাপতির সাথে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা ।
প্রতিনিধি কৈলাসহর:-রেমালের তাণ্ডবে দুদিন যাবত কৈলাসহরে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে।যার ফলে ফুলে ফেপে উঠেছে কৈলাহহরের মনু নদী।এ ব্যাপারে শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক কর্মী। বর্তমানে বিপদসীমা অতিক্রম না করলেও কার্যত সতর্কতা মূলক স্থানে রয়েছে জলস্তর। যেকোনো সময় জল স্তর বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে।তাই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মীরা।তাছাড়া বর্তমানে শহরের নিম্নাচল প্লাবিত হয়ে রয়েছে।শহরের বিভিন্ন জায়গায় জমা জল মানুষের ঘর বাড়িতে উঠার কারনে অনেকেই চিন্তিত রয়েছেন।যদি জল স্তর বৃদ্ধি পায় তাহলে তাদের বাড়ি ছেড়ে যেতে হবে।বর্তমানে সংবাদ লেখা পর্যন্ত পৌর পরিষদের পক্ষ থেকে জনগণকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। বর্তমানে কৈলাসহর মনু নদীর জল স্তর রয়েছে ২৩.১৯ মিলিমিটার বলে এমনটাই আজ সংবাদমাধ্যমকে জানান বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক কর্মী।
মালদা:২৭মে: মালদহের চাঁচলের সিঙ্গিয়ায় পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের।নিহতের নাম তাহামিদ খান(১৫)।চাঁচলের বারোগাছিয়ায় ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন।হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুরের বাসিন্দা সে।এদিন বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।