Home » জল স্তর নিয়ন্ত্রণে

জল স্তর নিয়ন্ত্রণে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-রেমালের তাণ্ডবে দুদিন যাবত কৈলাসহরে ব্যাপক ঝড় বৃষ্টি চলছে।যার ফলে ফুলে ফেপে উঠেছে কৈলাহহরের মনু নদী।এ ব্যাপারে শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক কর্মী। বর্তমানে বিপদসীমা অতিক্রম না করলেও কার্যত সতর্কতা মূলক স্থানে রয়েছে জলস্তর। যেকোনো সময় জল স্তর বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে।তাই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মীরা।তাছাড়া বর্তমানে শহরের নিম্নাচল প্লাবিত হয়ে রয়েছে।শহরের বিভিন্ন জায়গায় জমা জল মানুষের ঘর বাড়িতে উঠার কারনে অনেকেই চিন্তিত রয়েছেন।যদি জল স্তর বৃদ্ধি পায় তাহলে তাদের বাড়ি ছেড়ে যেতে হবে।বর্তমানে সংবাদ লেখা পর্যন্ত পৌর পরিষদের পক্ষ থেকে জনগণকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। বর্তমানে কৈলাসহর মনু নদীর জল স্তর রয়েছে ২৩.১৯ মিলিমিটার বলে এমনটাই আজ সংবাদমাধ্যমকে জানান বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক কর্মী।

You may also like

Leave a Comment