Home ভারত পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের

পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের

by admin
0 comment 249 views

মালদা:২৭মে: মালদহের চাঁচলের সিঙ্গিয়ায় পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের।নিহতের নাম তাহামিদ খান(১৫)।চাঁচলের বারোগাছিয়ায় ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন।হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুরের বাসিন্দা সে।এদিন বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Related Post

Leave a Comment