Home ভারত রাজ্য জুড়ে বিজেপি কিষান মোর্চার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

রাজ্য জুড়ে বিজেপি কিষান মোর্চার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন।

by admin
0 comment 127 views

ধর্মনগর প্রতিনিধি। বিজেপি কিষান মোর্চা রাজ্য জুড়ে বৃক্ষরোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে। মূল অনুষ্ঠানটি হয় প্রতাপগড় মন্ডলের বিদ্যাসাগর চৌমুনী শনি মন্দির প্রাঙ্গণে সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চার সভাপতি প্রদীপ বরণ রায় সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য বিজেপি প্রতাপগড় মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেব এবং বিজেপি কিষান মোর্চা প্রতাপগড় মন্ডল সভাপতি সমীর রায় প্রমুখ । বড়জলা মন্ডলে বৃক্ষ রোপনের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয় প্রথমত নতুন নগর বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ ও দ্বিতীয়ত পশ্চিম ভুবনবন স্কুল প্রাঙ্গণে সেখানে বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চা সভাপতি প্রদীপ বরণ রায় কিষান প্রদেশ সম্পাদিকা প্রতিচী ভৌমিক কোষাধ্যক্ষ অমরচান সরকার জেলা সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দেব বিজেপি বড়জলা মন্ডল সভাপতি মুকুল রায় কিষান মোর্চা বড়জলা মন্ডল সভাপতি রাজু ভৌমিক প্রমুখ, দক্ষিণ জেলার শান্তিরবাজারে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা কিষান মোর্চা সভাপতি তথা শান্তিরবাজার মিউনিসিপালিটি ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ জিলা ও মন্ডলের কিষান মোর্চা কার্যকর্তাগণ। গোমতী জেলা অম্পিনগরে বৃক্ষ রোপনের উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সম্পাদক বীরসিং জমাতিয়া সহ অন্যান্য কার্যকর্তাগণ। প্রত্যেকটি জেলায় কিষান মোর্চার কার্যকর্তাগণ অতি আনন্দ ও উল্লাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন। বর্ষাকাল ব্যাপি রাজ্যের প্রতিটি মন্ডল এ বৃক্ষরোপণ অভিযান চলবে বলে কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়।

Related Post

Leave a Comment